শিরোনাম

প্রচ্ছদ /   মাত্র পাওয়াঃ বড় দুঃসংবাদ দিল শিক্ষা অধিদপ্তর

মাত্র পাওয়াঃ বড় দুঃসংবাদ দিল শিক্ষা অধিদপ্তর

Avatar

সোমবার, অক্টোবর ২৬, ২০২০

প্রিন্ট করুন

দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে সরকার। মহামারি করোনা ভাইরাসের কারনে প্রাথমিকের শিক্ষকদের বদলি কার্যক্রম আপাতত বন্ধ রাখার জন্য বলেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। তবে সরকারি কলেজ এবং মাধ্যমিকের ক্ষেত্রে বদলি প্রক্রিয়া চলমান থাকবে।

গতকাল (২৫ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে একটি চিঠি দেয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালকদেরকে। যেখানে বলা হয় করোনা ভাইরাসের কারনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি আপাতত বন্ধ রাখার জন্য।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ থাকলেও দেশের সরকারি কলেজ, মাধ্যমিকের শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বদলি করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।

প্রাথমিকের শিক্ষকদের বদলি বন্ধ রাখার কারন হিসেবে করোনা ভাইরাসকে সামনে এনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) খালেদ আহম্মেদ স্বাক্ষরিত আদেশে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণের কারণে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের সকল প্রকার বদলি কার্যক্রম বন্ধ রাখা সমীচীন হবে।

মহামারি করোনা ভাইরাস এই বছরে আঘাত হানলেও প্রাথমিকে শিক্ষকদের ভর্তি কার্যক্রম আটকে আছে গত দুই বছর ধরেই। করোনার প্রকোপ এখনও দেশে অব্যাহত থাকার কারনে এই ভর্তি কার্যক্রম অনলাইনের মাধ্যমে নেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

এখন সাময়িক সময়ের জন্য প্রাথমিকের শিক্ষকদের বদলি বন্ধ করে দেয়া হলেও আগামী বছর থেকে আধুনিকায়ন করে বদলি কার্যক্রম চালানো হবে বলে জানা গেছে। নতুন করে আধুনিক পদ্ধতি প্রবর্তন করা হলে বদলি নিয়ে হয়রানি অনেকটা কমে আসবে বলে ধারনা করা হচ্ছে।

প্রসঙ্গত, মহামারি করোনা ভাইরাসের কারনে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে লম্বা সময় ধরে। স্কুল, কলেজ থেকে শুরু করে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে শিক্ষকদেরকেও যেতে হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠানে। সার্বিক দিক বিবেচনা করে তাই প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের বদলি কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন