একে একে দক্ষিণ এশিয়ার সব দেশে আবারও থাবা বসাচ্ছে মহামারী ক’রোনা ভাইরাস। বর্তমান সময়ে এর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে। প্রতিদিনই মৃ’ত্যুর নতুন রেকর্ড হওয়ার পাশাপাশি আ’ক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করেই।
ক’রোনা পরিস্থিতির এমন ভ’য়াবহ অবস্থা থেকে বাদ যায়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের চতুর্দশ আসরও। একের পর এক ক্রিকেটার আক্রান্ত হবার পর শেষ পর্যন্ত বাধ্য হয়েই আইপিএল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
অন্যদিকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আরেক আসর পাকিস্তান সুপার লিগও একই অবস্থা বরণ করে নিয়েছিল বেশ কিছুদিন আগেই। টুর্নামেন্ট চলাকালে একাধিক দলের ক্রিকেটাররা আক্রান্ত হয়ে পড়লে মাঝপথে থেমে গিয়েছিল পাকিস্তান সুপার লিগের আসর।
পিএসএলের আসর থেমে যাওয়ার পর পাকিস্তানে এসে আবারও বিদেশি ক্রিকেটাররা খেলতে অস্বীকৃতি জানালে নতুন করে বিদেশি ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফট করার পর চূড়ান্ত করা হয় পুনরায় টুর্নামেন্ট চালু করার।
আগামী ১ জুন থেকে আবারও শুরু হতে যাওয়া পিএসএলের জন্য পাকিস্তানে ৪০৭টি হোটেল কক্ষও বুকিং দিয়ে রেখেছিল পিএসএল কর্তৃপক্ষ। তবে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে পাকিস্তানের বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বাছাই করার প্রস্তাব দেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। ফলে শেষ পর্যন্ত পাকিস্তানে দেয়া হোটেলের বুকিং বাতিল করেছে পিএসএল কর্তৃপক্ষ। টুর্নামেন্টের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে সেটিও নিশ্চিত হয়েছে ইতোমধ্যেই।
পাকিস্তান সুপার লিগের এবারের আসরে পুনরায় নিলামে দল পেয়েছেন ৩ জন বাংলাদেশি ক্রিকেটার। প্লেয়ার্স ড্রাফটের সর্বোচ্চ মূল্য পাওয়া প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। লাহোর কালান্দার্স বেছে নিয়েছে সাকিবকে। যেখানে সাকিবকে এই আসর খেলার জন্য কালান্দার্স প্রদান করবে সর্বনিম্ন ১ লক্ষ ৩০ হাজার ডলার থেকে ১ লক্ষ ৭০ হাজার ডলার পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশী টাকায় যার পরিমান দাঁড়ায় প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা।
অন্যদিকে গত আসরে পিএসএল খেলতে যাওয়ার কথা ছিল আরেক টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। তবে শেষ মুহূর্তে এসে করোনা পজিটিভ হওয়ার কারনে তাকে থাকতে হয়েছিল দেশে। গত আসরের সেই স্মৃতি ভুলে নতুন করে এবারের আসরের জন্য মাহমুদউল্লাহকে দলে নিয়েছে মুলতান সুলতান্স।
এই প্লেয়ার্স ড্রাফটে মাহমুদউল্লাহ ছিলেন সিলভার ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা প্রত্যেকে পাবেন সর্বনিম্ন ১৫ হাজার ডলার থেকে ২৫ হাজার ডলার পর্যন্ত। অর্থাৎ মাহমুদউল্লাহ রিয়াদ এবারের পিএসএল খেলে পাবেন প্রায় ২০ লাখ টাকা। এছাড়া লিটন কুমার দাসকেও সিলভার ক্যাটাগরি থেকে দলে নিয়েছে করাচি কিংস।
শ্রীলঙ্কা সিরিজ সেসে বাংলাদেশী ক্রিকেটাররা পিএসএলে খেলতে যাবেন। তবে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে হয়তো সবগুলো ম্যাচে খেলার সুযোগ পাবেন না সাকিব-রিয়াদরা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন