দেশের বাজারে আবারও বাড়তে পারে সোনার দর এমন আভাস মিলেছে বাজুসের একটি সূত্র থেকে। চলতি বছরের শুরুর দিকে স্বর্ণের বাজারে কিছুটা নিম্নগতি লক্ষ্য করা গেলেও তা আবারও বাড়তে পারে।
গত ২০২০ সালটা স্বর্ণের বাজারের জন্য ছিল বেশ অস্থির অবস্থার। উঠা-নামার মধ্য দিয়েই একটি বছর পার করেছে সোনার দর। বিশ্ববাজারে দামের অস্থিরতার প্রভাবমুক্ত ছিল না দেশের বাজারও। ২০২০ সালের শুরুর দিকে কয়েক দফায় দাম বাড়ার পর তা ধীরে ধীরে পড়তে থাকে।
করোনার কারনে অর্থনীতি চাঙ্গা করতেই মূলত বৃদ্ধি করা হয়েছি সোনার দরের। অন্যদিকে মার্কিন নির্বাচনের কারনেও বেশ কিছুটা অস্থির অবস্থা বিরাজ করেছিল বিশ্বের সোনার বাজারে। তবে ২০২১ সালের শুরুর দিকে দেশের বাজারে কমেছে সোনার দর। তবে সেই অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে আবারও।
সম্প্রতি বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতেই সোনার মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয় বলে জানা গেছে। তবে বাজুসের ওয়েবসাইটে দেয়া তথ্যমতে এখন পর্যন্ত প্রতি গ্রাম ২২ ক্যারেটের সোনার মূল্য দেয়া হয়েছে ৬ হাজার ২৩০ টাকা। যা এক ভরির হিসেবে মূল্য দাঁড়ায় ৭২ হাজার ৬৬৬ টাকা।
অন্যদিকে ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দর বেধে দেয়া আছে ৫ হাজার ৯৬০ টাকা। এক্ষেত্রে গ্রাহককে প্রতি ভরি সোনা কিনতে হলে খরচ করতে হবে ৬৯ হাজার ৫১৭ টাকা।
১৮ ক্যারেটের এক গ্রাম সোনার বর্তমান মূল্য রয়েছে ৫ হাজার ২১০ টাকা। প্রতি ভরি হিসেব করলে এর মূল্য দাঁড়ায় ৬০ হাজার ৭৬৯ টাকা। এক ভরি সনাতন পদ্ধতির সোনা ক্রয় করতে হলে গ্রাহককে ব্যয় করতে হবে ৫০ হাজার ৪৪৭ টাকা।
সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী বাজার থেকে ২২ ক্যারেটের এক ভরি রুপা ক্রয় করতে গ্রাহককে ব্যয় করতে হবে ১৫১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা কিনতে হলে মূল্য দিতে হবে ১৪৩৫ টাকা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন