শিরোনাম

প্রচ্ছদ /   নেই তামিম লিটন দেখেনিন অজিদের বিপক্ষে বাংলাদেশ একাদশে থাকছে যারা

নেই তামিম লিটন দেখেনিন অজিদের বিপক্ষে বাংলাদেশ একাদশে থাকছে যারা

Avatar

বৃহস্পতিবার, জুলাই ২৯, ২০২১

প্রিন্ট করুন

জিম্বাবুয়ের বিপক্ষে পুর্নাঙ্গ সিরিজ শেষে দেশে ফিরেছে টাইগাররা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে উঠেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হবার আগেই অবশ্য দেশে এসেছিলেন ওপেনার তামিম ইকবাল। টি-টোয়েন্টি সিরিজে এই ব্যাটসম্যান খেলতে পারেননি ইনজুরিতে পড়ার কারনে। ফলে ওপেনিং পজিশনে টাইগারদের ঘাটতি ছিল কিছুটা।

অন্যদিকে আরেক ওপেনার লিটন কুমার দাস জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই ইনজুরিতে পড়েন। ফলে প্রথম ম্যাচে একাদশে থেকেও ওপেনিং করতে দেখা যায়নি তাকে। আর বাকি দুই ম্যাচেই ছিলেন স্কোয়াডের বাইরে।

সিরিজ শেষে গোটা দল যখন দেশের মাটিতে পা রেখেছে বৃহস্পতিবার তখন এর আগেই দেশে ফেরত এসেছিলেন লিটন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাই খেলা হচ্ছে না ডানহাতি এই ব্যাটসম্যানের। লিটন-তামিমের অনুপস্থিতিতে অবশ্য বিকল্প ওপেনার নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল। তবে কারা হচ্ছেন সেরা ওপেনিং জুটি তা এবার দেখে নেয়া যাক।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের হয়ে ওপেনিং করেছিলেন নাইম শেখ ও সৌম্য সরকার। এই জুটি প্রথম ম্যাচে স্কোরবোর্ডে যোগ করেছিল ১০২ রান। যা বাংলাদেশের হয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের জুটি।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই জুটি ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে এসে আবারও সৌম্য খেলেন ৬৮ রানের ইনিংস। গত কয়েক সিরিজে সৌম্যর ব্যাটিং পজিশন পরিবর্তনের কারনে যখন নিজেকে হারিয়ে খুঁজছিলেন তখন পূর্বের ন্যায় ওপেনিংয়ে ব্যাট হাতে নেমেই জ্বলে ওঠেন তিনি।

অজিদের মোকাবেলা করতে তাই বাংলাদেশ দলের ওপেনিং জুটিতে নাইম শেখ ও সৌম্য সরকার থাকছেন সেটা নিশ্চিত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই জুটি কতটা কার্যকর হয় সেটা জানতে এখন কেবল মাঠের লড়াইয়ের অপেক্ষা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন