শিরোনাম

প্রচ্ছদ /   আকাশ ছোঁয়া মূল্যে পিএসএলে তামিম রিয়াদ

আকাশ ছোঁয়া মূল্যে পিএসএলে তামিম রিয়াদ

Avatar

মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২০

প্রিন্ট করুন

পাকিস্তান সুপার লিগ প্লে-অফে খেলবেন তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আগামী ১৪-১৫ এবং ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর বাকি অংশ। করোনা ভাইরাসের কারণে স্থগিত হয় পাকিস্তান সুপার লিগের প্লে-অফের খেলা।

আগামী নভেম্বরে করাচিতে অনুষ্ঠিত হবে প্লে-অফের দুটি ম্যাচ এবং ফাইনাল ম্যাচ। এই ম্যাচে খেলবেন তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এরমধ্যে তামিম ইকবাল খেলবেন লাহোর কালান্দারসের হয়ে। এবং মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন মুলতান সুলতানের হয়ে।

এদিকে এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলার জন্য তামিমকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। অজি ব্যাটসম্যান ক্রিস লিনের পরিবর্তে সুযোগ হয়েছে তামিম ইকবালের। পিএসএলে দল পাওয়া নিয়ে তামিম জানিয়েছেন টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। তার ভাষ্য, ‘’পিএসএলে আবারও খেলতে পারব আমার তড় সইছে না। লাহোর কালান্দার্স টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে। আমি আমার দলকে শিরোপা জয়ে সাহায্য করতে চাই।‘’

কেমন হতে পারে পিএসএলে তামিম রিয়াদদের দাম এ ব্যাপারে গুঞ্জন চলছে। তবে ধারণা করা হচ্ছে তাদের দুই ম্যাচ খেলার জন্য ৫০ হাজার ডলার ভিত্তিমূল্য ধরা হতে পারে।

অন্যদিকে সাইলেন্ট কিলার খ্যাত অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ভিড়িয়েছে মুলতান সুলতানস। টুর্নামেন্টের অন্যতম সফল এই দলটির অলরাউন্দার মঈন আলির বদলি ক্রিকেটার হিসেবে দলে সুযোগ পেয়েছেন রিয়াদ। মুলতান সুলতানসের হয়ে খেলে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান রিয়াদ এমনটাই জানিয়েছেন তিনি।

তার ভাষ্য, ‘’পিএসএলে সুযোগ পাওয়া একটা সম্মানের ব্যাপার। এই বছর ক্রিকেট খেলা একেবারে অন্যরকমভাবে এগোচ্ছে। আমি আশা করছি আমাদের দলের সমর্থকদের মুখে হাসি ফোটানোর মত খেলা উপহার দিতে পারব।‘’

প্রসঙ্গত, পিএসএলের এবারের আসরের শুরুটা বেশ সফলভাবেই আয়োজন করতে পেরেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে করোনার হানায় শেষ পর্যন্ত সেটা আটকে যায় কোয়ালিফাই রাউন্ডে এসে। এতে করে লম্বা বিরতির পর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পুনরায় মাঠে গড়ানোর দিণক্ষণ চূড়ান্ত হলেও অনেক বিদেশি ক্রিকেটাররাই আর আসতে রাজি হননি। ফলে বাংলাদেশ থেকে ডাক পড়েছে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের।

লাহোর কালান্দার্স : তামিম ইকবাল, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, ডেভিড উইজ, শাহীন শাহ আফ্রিদি, উসমান শিনওয়ারি, সামিত পেটেল, হারিফ রউফ, সোহেল আখতার, আঘা সালমান, বেন ডাঙ্ক, ফারজান রাজা, জাহিদ আলি, আবিদ আলি, মোহাম্মদ ফাইজান, মাজ খান, ডেন ভিলাস ও ডিলবার হোসেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন