শিরোনাম

প্রচ্ছদ /   মুজিব শতবর্ষ উপলক্ষে অতিথি ফাউন্ডেশনের অন্যরকম আয়োজন

মুজিব শতবর্ষ উপলক্ষে অতিথি ফাউন্ডেশনের অন্যরকম আয়োজন

Avatar

রবিবার, মার্চ ১৪, ২০২১

প্রিন্ট করুন

কেউ কেউ ৭ম থেকে ৯ম অথবা কেউ ১০ম শ্রেণির বেশি নয় হয়তোবা। বয়সে সকলেই তরুণ-তরুণী তবে বুদ্বিমত্তার দিক থেকে বড়দের থেকেও মহৎ। স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে অতিথি-পথশিশু ফাউন্ডেশন। যার প্রতিষ্ঠাতারা সকলেই তরুণ-তরুণী। বয়স হয়তোবা ১৩-১৬ এর মধ্যেই। এবং তারাই এই প্রতিষ্ঠান চালাচ্ছে।

কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার পৌরসভার কয়েকটা স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে এই প্রতিষ্ঠান। তাদের ইচ্ছা তারা প্রতি মাসে একটা বড় ইভেন্ট করবে যার মাধ্যমে ১ বেলা পেট ভরে পথশিশুরা খেতে পারবে।

গেল ১লা মার্চ তারা সকলে মিলে একশতাধিক পথশিশুকে খাইয়েছে। এবং প্রতি মাসেই এরকম একটা ইভেন্ট করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ১লা মার্চ তাদের ইভেন্ট অনু্ষ্ঠিত হয় কিশোরগঞ্জ জেলার সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ে।

সেখানে প্রধান অতিথি হিসেবে সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসেন রনি। তারা সকলে পথশিশুদের সমবয়সী হওয়ায় তাদেরকে আপন করে বন্ধু হিসেবে নিতে পারছে। এবং পথশিশুরাও তাদের তাদের কাছ থেকে বন্ধু হিসেবেই সহায়াতা নিচ্ছে। ১লা মার্চ তারা ১০০ জন পথশিশুর খাবার মেনুতে রেখেছিল পোলাও, মুরগির রোস্ট, ডিম, বিস্কিট, কেক, চিপস ও পানিসহ খাবারের প্যাকেট।

করোনাতে যখন পথশিশুদের জীবন থমকে যাচ্ছিল তখন এক প্রকার আশার আলো হয়ে আসে অতিথি-পথশিশু ফাউন্ডেশন। তারা প্রতি মাসের পাশাপাশি সামনের ঈদেও পথশিশুদের হাতে জামা-কাপড় তুলে দেওয়ার পরিকল্পনায় করছে। তাদের কাজে সাহায্য করার জন্য দেশের বাইরে থেকেও অনেকে চেষ্টা করে যাচ্ছেন।

প্রতিষ্ঠানটির অন্যতম সংগঠক রাদিকে তাদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে জবাবে সে বলে, ” আমরা প্রতিষ্ঠানটি দাঁড় করানোর পর থেকেই ভাবছি কিভাবে পথশিশুদের সাহায্য করব। আর আমরা সামনে একটা বড় পরিকল্পনা করছি যাতে পথশিশুদের হাতে ঈদের জামা তুলে দিতে পারি।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন