শিরোনাম

প্রচ্ছদ /   ডমিঙ্গোকে বাদ দিয়ে কে হচ্ছে বাংলাদেশের নতুন কোচ জানালো বিসিবি

ডমিঙ্গোকে বাদ দিয়ে কে হচ্ছে বাংলাদেশের নতুন কোচ জানালো বিসিবি

Avatar

বুধবার, মে ১২, ২০২১

প্রিন্ট করুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে সমালচনা বেশ পুরনোই বলা চলে। তার অধীনে দল ধারাবাহিক হারের মুখ দেখা ছাড়াও গণমাধ্যমের সামনে দেয়া তার বক্তব্য নিয়েও রয়েছে জোর সমালোচনা।

ডমিঙ্গোর অধীনে বাংলাদেশ দল বলার মত সাফল্য তো পায়নি, উলটো আফগানিস্তান কিংবা দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সাদা পোশাকে ভরাডুবি দেখতে হয়েছে। এতকিছু ছাপিয়ে বেশ কয়েকবার বোর্ডের তরফ থেকে ইঙ্গিত দেয়া হয়েছিল ডমিঙ্গোকে ছাটাই করা হতে পারে। তবে তা আর হচ্ছে না আপাতত।

প্রোটিয়া এই কোচের সাথে বিসিবির চুক্তি রয়েছে চলতি বছরের আগস্ট পর্যন্ত। এরপরই টি-২০ ক্রিকেটের বিশ্ব আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই মেয়াদ শেষ হলেও আলোচনা সাপেক্ষে বিসিবির সাথে কাজ করতে পারেন এই কোচ।

এদিকে ডমিঙ্গোর বিদায় না করার পেছনেও রয়েছে নানা যুক্তি। গত কয়েক বছরে বাংলাদেশ দলের বেশ কয়েকজন কোচ বদল করেছে বোর্ড। ঘন ঘন কোচ বদল করাটা দলের জন্য খুব বেশি মঙ্গল বয়ে আনতে না পারার কথাটাও বোর্ড বেশ ভালোই জানে।

টাইগারদের জন্য হেড কোচ খুঁজতে এর আগে বহু কাঠখড় পোড়াতে হয়েছে বিসিবিকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আধিপত্যের কারনে পূর্ন সময়ে কোচ থাকতে আগ্রহী নন অধিকাংশ হাই প্রোফাইল কোচরা। ফলে জটিলতা এখানেও থেকে যায়। সেই সাথে বাড়তি সমস্যা হিসেবে যুক্ত হয় ক’রোনা। ক’রোনার কারনে বিদেশি কোচরা বাংলাদেশে এসে কাজ করতে চান না বলেও জানা গেছে।

শেষ পর্যন্ত রাসেল ডমিঙ্গোকে টি-২০ বিশ্বকাপের পর বিদায় করে দেয়া হলে হেড কোচ কাকে করা হবে তা নিয়ে রয়েছে নতুন গুঞ্জন। জোর আলোচনা চলছে চন্ডিকা হাথুরুরসিংহেকেই আবারও হেড কোচ হিসেবে নিয়োগ দিবে বিসিবি। বর্তমানে অস্ট্রেলিয়ার একটি রাজ্য দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকা চন্ডিকা হাথুরুসিংহের সাথে চুক্তি রয়েছে ২০২২ সালের মাঝামাঝি সময় পর্যন্ত। ফলে যদি তাকে সাকিব-মুশফিকদের গুরু হিসেবে আনতে হয় তাহলে বেশ লম্বা সময় ধরেই অপেক্ষা করতে হবে বিসিবিকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন