দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে নতুন ঘোষণা দেয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এর আগে কোভিড সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা বলা হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়।
গত দেড় বছর ধরে চলা কোভিড পরিস্থিতির কারনে দেশের শিক্ষা ব্যবস্থায় যেন অপূরণীয় ক্ষতি সাধন হয়েছে। স্কুল থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনেই মূলত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে দেশের শিক্ষার্থীরা।
নানা সময় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার গুঞ্জন শোনা গেলেও তালা খোলা হয়নি শিক্ষাপ্রতিষ্ঠানের। তবে এবার জানা গেছে নতুন তথ্য। দেশের চলমান কোভিড পরিস্থিতে সংক্রমণের হার ১০ শতাংশের নিচে নামলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। এ সংক্রান্ত একটি জরুরি বৈঠকও অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর এমনটাও জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের এই সচিব।
মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কবে থেকে খোলা হবে তা নির্ধারণে আগামী ৫ সেপ্টেম্বর (রবিবার) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ ১০ শতাংশের নিচে নামলে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে।
দেশের শিক্ষা ব্যবস্থা থমকে থাকার কারনে বড় ধরনের ক্ষতি হয়েছে এমনটাও স্বীকার করে নেন মাহবুব হোসেন। সেই ক্ষতি পুষিয়ে নিতে পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাহবুব।
তার ভাষ্য, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে। সেই ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায় সে সংক্রান্ত আমরা কিছু পরিকল্পনা তৈরি করেছি।
উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া উচ্চ পর্যায়ের ওই বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় পর্যায়ের টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এই বৈঠকেই দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানা গেছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন