শিরোনাম

প্রচ্ছদ /   স্টার্ক রশিদ খানদের পিছনে ফেলে বিশ্বসেরা র‍্যাংকিং এ মুস্তাফিজ

স্টার্ক রশিদ খানদের পিছনে ফেলে বিশ্বসেরা র‍্যাংকিং এ মুস্তাফিজ

Avatar

শনিবার, মে ৮, ২০২১

প্রিন্ট করুন

সময়টা ২০১৫। ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের আমলে তখন বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক পেয়েছিল নতুন মাত্রা। যে মাত্রায় যোগ হয়েছিল মুস্তাফিজুর রহমানের নাম। অভিষেক ম্যাচেই ভারতের বিপক্ষে ৫ উইকেটের দেখা পেয়েছিলেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসার বিশ্বের দশম ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন, সেইসাথে হয়েছিলেন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত।

ধীরে ধীরে ক্রিকেট ক্যারিয়ারের ৬ বছর পার করে এখন অনেক পরিনত মুস্তাফিজ। নিজের বোলিং প্রতিভার সাক্ষর রেখে হয়ে উঠেছেন দলের অবিচ্ছেদ্য অংশও। দেশের পেস বোলিং বিভাগে অন্যতম প্রধান অস্ত্র হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে কাটার মাস্টারকে।

তবে এবার শুধু দেশেই নয়, বিশ্ব দরবারেও মুস্তাফিজ রয়েছেন সেরাদের তালিকায়। অভিষেকের পর মুস্তাফিজের পারফরম্যান্সকে ছাপিয়ে যেতে পারেননি অন্য কোনো দেশের বোলারই!

মুস্তাফিজের সময় অভিষেক হয়েছে যেসকল বোলাররের তাদের মধ্যে বোলিং স্ট্রাইকরেটে সবার উপরে রয়েছেন মুস্তাফিজুর রহমান। লাল-সবুজ জার্সিতে ৬৪ ম্যাচ খেলা মুস্তাফিজের দখলে রয়েছে ১১৮টি উইকেট। এই উইকেট নিতে মুস্তাফিজ বল করেছেন ৩১৪০টি। সেই হিসেবে প্রতি ২৬.৬১ বলে একটি করে উইকেট দখলে নিয়েছেন বাঁহাতি এই পেসার।

এই রেকর্ডে মুস্তাফিজকে কেউই ছাড়িয়ে যেতে পারেননি। বল হাতে বিশ্ব দাপিয়ে বেড়ানো রশিদ খান রয়েছেন মুস্তাফিজের পেছনে। রশিদ খানের বোলিং স্ট্রাইকরেট হচ্ছে ২৬.৬৬।

অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে আরও একধাপ এগিয়ে রয়েছেন মুস্তাফিজ। কমপক্ষে ৫০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এমন বোলারদের মধ্যে স্ট্রাইকরেটের দিক দিয়ে সবার উপরে মুস্তাফিজ। তার পরে রয়েছেন আফগান স্পিনার রশিদ খান। এছাড়া তালিকার পরের স্থানগুলোতে রয়েছেন মিচেল স্টার্ক ও মোহাম্মদ শামি।

ওয়ানডে ফরম্যাটে কমপক্ষে ৫০ উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে অবশ্য স্ট্রাইকরেটে মুস্তাফিজ রয়েছেন চতুর্থ স্থানে। এই তালিকায় সবার উপরে রয়েছেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন