আবারও বাড়ানো হয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। এর আগে ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও তা আবারও বাড়ানো হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ছুটি বর্ধিত করার কথা জানানো হয়। নতুন করে বাড়ানো এই ছুটি অব্যাহত থাকবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এর আগে দেশের সর্বশেষ বর্ধিত করা ছুটি ছিল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে নতুন করে দেয়া ঘোষণা অনুযায়ী দেশের কওমি মাদ্রাসা ব্যতীত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কওমি মাদ্রাসায় অবশ্য ক্লাস পরীক্ষা চলমান ছিল বেশ কিছুদিন আগে থেকেই।
মহামারী করোনা ভাইরাসের প্রকোপের কারনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল গত বছরের ১৮ মার্চ। এরপর শুধু ধাপে ধাপে বর্ধিত করা হয়েছে ছুটি। বেশ কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আলোচনা চললেও শেষ পর্যন্ত তা আর হয়নি।
অন্যদিকে গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য জানিয়েছিলেন চলতি বছরের মার্চ অথবা এপ্রিলে খোলা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। তখন প্রধানমন্ত্রীর ভাষ্য ছিল, ‘’আমরা আশা করছি হয়তো আগামী মার্চ-এপ্রিল…..মার্চ মাসটা আমরা দেখবো, কারণ আমাদের দেশে মার্চ মাসেই ব্যাপকহারে করোনাভাইরাস শুরু হয়েছিল। এই ফেব্রুয়ারি মাস নজরে রাখব। যদি ফেব্রুয়ারিতে ভালো থাকে পরবর্তীতে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা আছে।‘’
নতুন করে বর্ধিত করা ছুটির আগে অবশ্য প্রকাশ করা হয়েছে এইচএসসির ফলাফল। এইচএসসির ফলাফল ঘোষণার পরই দেশের বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। এছাড়া গুচ্ছ পদ্ধতিতে নেয়া হবে দেশের ১৯টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
এছাড়া দেশের মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে চালু রয়েছে অ্যাসাইনমেন্ট কার্যক্রম। অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করার পরই পরের ক্লাসে উন্নিত করে দেয়া হবে তাদেরকে। কেননা অন্যান্য বছরে পরীক্ষা অনুষ্ঠিত হলেও ২০২০ সালে বাতিল করা হয় সকল পরীক্ষা। যার মধ্যে ছিল এইচএসসি, পিইসি কিংবা জেএসসির মত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোও।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন