শিরোনাম

প্রচ্ছদ /   পরীক্ষায় ফেল করলেই বিয়ে ?আসল নতুন সিদ্ধান্ত

পরীক্ষায় ফেল করলেই বিয়ে ?আসল নতুন সিদ্ধান্ত

Avatar

সোমবার, আগষ্ট ২৪, ২০২০

প্রিন্ট করুন

পরীক্ষায় ফেল করলে এখন আর বিয়ে করা যাবে না! সরকারি নিয়ম অনুযায়ী পাস করতে হবে পরীক্ষায় তবেই কেবল বিয়ে করা যাবে! শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও এমনই নতুন আইন জারি করতে যাচ্ছে ইন্দোনেশিয়া।

পরীক্ষায় পাস করতে পারলে সরকারের পক্ষ থেকে দেয়া হবে প্রশংসাপত্র এবং সেটা পেলেই বিয়ে করতে পারবেন একজন ব্যক্তি। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ইন্দোনেশিয়াতে বিয়ের আগে তিন মাস মেয়াদি প্রি ওয়েডিং কোর্স করতে হবে। শুধু কোর্স করাই নয়, পর্যাপ্ত নম্বরও পেতে হবে। পর্যাপ্ত নম্বর পেলে তবেই মিলবে বিয়ে করার জন্য প্রশংসাপত্র।

কিন্তু দেশটির সরকার এমন সিদ্ধান্ত নিল কেন? জানা যায়, দেশটিতে বিবাহ বিচ্ছেদের যে ঘটনা ঘটছে সেটা আটকাতেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

কী কী থাকছে তিন মাস ব্যাপি সেই প্রি ওয়েডিং কোর্সে? দাম্পত্য জীবনকে সুখী করার ক্ষেত্রে যেসকল অনুসঙ্গ রয়েছে সবকিছু নিয়েই তৈরি করা হবে পাঠ্য। দৈনন্দিন জীবনে সুখী হবার বিভিন্ন পাঠ সহ সেই কোর্সে থাকবে কিছু রোগ ও এর প্রাথমিক চিকিৎসা সম্পর্কেও। যার মধ্যে অন্যতম একটি হচ্ছে যৌন সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ পাঠ্য।

ইন্দোনেশিয়া সরকারের এমন উদ্যোগ গ্রহণের পেছনের কারন হিসেবে আরও জানা যায়, দেশটির হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স কো-অর্ডিনেটিং মন্ত্রী মুজাহিদ এফেন্দির মতে নবদম্পতির সুখের ক্ষেত্রে এই কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার ভাষ্য, ‘’নব দম্পতিরা যাতে শান্তিতে সংসার করতে পারেন, সে কারণেই প্রি-ওয়েডিং কোর্সের ভাবনা।‘’ শুধু তাই নয় নিজেদের সন্তানকে কীভাবে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা যায় সেই সম্পর্কিত নানা রকম পাঠ্যও থাকছে তিন মাসের এই প্রি ওয়েডিং কোর্সে।

দেশটির সরকারের এমন সিদ্ধান্ত কার্যকর হবার কথা রয়েছে চলতি বছর থেকেই। এমন সিদ্ধান্তকে দেশটির অনেক মহল সাধুবাদও জানিয়েছেন। ঠিক কত তারিখ থেকে এই কোর্সটি পুরপুরি চালু হবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন