আচরণের দিক থেকে বিরাট কোহলিই পৃথিবীর সবচেয়ে বাজে খেলোয়াড় বলে দাবি করেছেন ভারতের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ।সম্প্রতি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনই দাবি করেন এই অভিনেতা। তার ভাষ্য, ব্যাটসম্যান হিসেবে কোহলি বিশ্বসেরা হলেও আচরণের দিক থেকে সবচেয়ে বাজে তিনি।নাসিরুদ্দিন পোস্টে লিখেন, ‘বিরাট কোহলি কেবল বিশ্বের সেরা ব্যাটসম্যানই নন, আচরণে সবচেয়ে বাজে খেলোয়াড়ও বটে।’
নাসিরুদ্দিনের এমন চটে যাওয়ার কারণ মূলত এক ভক্তকে কোহলির তিরস্কার করার ঘটনা। কয়েকদিন আগে দেশি ক্রিকেটারদের সমালোচনা করা এক ভক্তকে কোহলি দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেদিকে ইঙ্গিত করে নাসিরুদ্দিন উল্লেখ করেন, ‘ক্রিকেটে তার উজ্জ্বল উপস্থিতির পিছনেই রয়েছে উদ্ধত ও অহংকারী রূপ এবং এটা বলার জন্য আমি কখনই দেশ ছাড়ব না।’
অবশ্য কোহলির আচরণ নিয়ে বিতর্কের সংখ্যা কম নয়। অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে ভারতের চলমান টেস্ট সিরিজেও প্রতিপক্ষ খেলোয়াড়দের স্লেজিং করছেন কোহলি, যাকে ক্রিকেটের স্পিরিট বিরোধী বা মাত্রাতিরিক্ত বলে মনে করছেন অনেকে। এছাড়াও অতীতে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য ভারত জাতীয় দলের অধিনায়ক একাধিকবার হয়েছিলেন খবরের শিরোনাম।আর এরই ধারাবাহিকতায় এবার নাসিরুদ্দিন শাহের মত প্রখ্যাত অভিনেতার কাছ থেকে তিনি সবচেয়ে বাজে আচরণের ক্রিকেটারের ‘খেতাব’ পেয়েছেন।
প্রসঙ্গত, গত মাসে ভারতীয় ক্রিকেটের এক ভক্ত নিজ দেশের তথা ভারতীয় ব্যাটসম্যানদের সমালোচনা করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অধিনায়ক বিরাট কোহলিকে ওভাররেটেদ বলে আখ্যা দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কত মন্তব্যই তো পড়ে, যা হয়ত খেয়ালই করেন না ক্রিকেটাররা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ঐ ভক্তকে মন্তব্যের জেরে একহাত নেন কোহলি।
তখন কোহলি ঐ সমর্থককে উদ্দেশ্য করে বলেন, ‘আমার তো মনে হয় না আপনার ভারতে থাকা উচিত। আপনার উচিত অন্য কোথাও গিয়ে থাকা। কেন আপনি আমাদের দেশে বাস করছেন? আর অন্য দেশকে ভালোবাসছেন? আমাকে পছন্দ না করলেও আমার কিছু আসে যায় না। তবে এদেশে বসবাস করে অন্য দেশের কিছু পছন্দ করা উচিত নয় বলেই আমার মনে হয়। আপনার নিজের অগ্রাধিকার ঠিক করুন।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন