ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসরে আলো ছড়িয়েছেন রাজস্থান রয়েলসের তরুণ ফাস্ট বোলার চেতন সাকারিয়া। আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়েলসের প্রতিটি ম্যাচেই সুযোগ পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। ৭ ইনিংসের বল হাতে তিনি তুলে নিয়েছেন ৭ উইকেট।
মুস্তাফিজের সাথে একই দলের হয়ে আরেক তরুণ পেসার চেতন সাকারিয়ার উত্থানের গল্পটা সবে মাত্র শুরু হয়েছে এবারের আইপিএল দিয়েই। ২২ বছর বয়সী এই পেসার জুটি বেধেছেন মুস্তাফিজের সাথে। প্রতিপক্ষকে ঘায়েল করতে মুস্তাফিজের কাছ থেকে টিপসও পেয়েছেন এই পেসার এমনটা স্বীকার করে নিয়েছেন নিজেই।
তরুণ এই ভারতীয় পেসার জানিয়েছেন মুস্তাফিজ উইকেট বুঝে বল করার পাশাপাশি প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদেরকেও খুব ভালো বুঝেন। সাকারিয়ার ভাষ্য, ‘’মুস্তাফিজ খুব ভালোভাবেই উইকেট বুঝতে পারে। সে আপনাকে বলে দিতে পারবে ঠিক কখন স্লোয়ার বল করতে হবে। সে জানে কীভাবে একজন ব্যাটসম্যানের ছন্দপতন ঘটাতে হয়।‘’
অন্যদিকে সাকারিয়ার সাথে একই দলে খেলা ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার ব্যাটসম্যান হলেও তার কাছ থেকেও সহযোগিতা পাওয়ার কথা জানিয়েছেন তিনি। কীভাবে বাজে ডেলিভারি করা থেকে বিরত রাখা যায় এমন মন্ত্রও দিয়েছেন বাটলার অকপটেই স্বীকার করেন নেন সাকারিয়া।
তরুণ এই পেসার আরও বলেন, ‘’বাটলার যদিও একজন ব্যাটসম্যান, পাওয়ারপ্লেতে বোলিংয়ের ব্যাপারে সে আমাকে অনেক কিছুই শিখিয়েছে। প্রস্তুতি ম্যাচে যখন আমি বল করছিলাম তখন সে আমার পাশে দাঁড়িয়ে দেখত। সে আমাকে বলেছিল লেন্থ ধরে রেখে ভালো বোলিং করে যেতে, যেন একটাও বাজে ডেলিভারি না হয়।‘’
প্রসঙ্গত, আইপিএলে এবারই প্রথমবারের মত খেলেছিলেন সাকারিয়া। রাজস্থানের জার্সিতে সব কয়টি ম্যাচেই তাকে একাদশে দেখা গিয়েছিল। তরুণ এই বোলার ৭ ম্যাচে বল করে নিয়েছেন ৭টি উইকেট। এবারের আসরে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হলে হয়তো নিজের ক্যারিয়ারের প্রথম আইপিএলটা ইতোমধ্যেই স্বরণীয় রাখার মত জায়গায় নিয়ে যেতে পারতেন তিনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন