শিরোনাম

প্রচ্ছদ /   দুই পরিবর্তন দেখেনিন শ্রীলংকার বিপক্ষে ১ম ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

দুই পরিবর্তন দেখেনিন শ্রীলংকার বিপক্ষে ১ম ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

Avatar

শুক্রবার, মে ৭, ২০২১

প্রিন্ট করুন

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ইমরুল কায়েস সেই সাথে দলে যুক্ত হয়েছে এক নতুন পেসারও।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)-এর খেলা শেষে গতকাল বিকালে দেশে ফিরছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ও বিমান যোগাযোগ বন্ধ থাকায় বিশেষ বিমানে করে দেশে ফিরেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।এবার বাংলাদেশ দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য বাংলাদেশে আসবে শ্রীলংকা ক্রিকেট দল।

এদিকে বাংলাদেশ দল শ্রীলংকা থেকে এসে পরিবারের কাছে গেলেও তারা ইদের ২ দিন পর সবাই কে বায়ো বাবল শেষ করে জাতীয় দলের ক্যাম্পে ঢুকবেশ্রীলঙ্কা দল বাংলাদেশে আসবে মে মাসের মাঝামাঝি তে। এরপর কোয়ারেন্টিন শেষ করার পর বিকেএসপিতে ২১ মে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা ও বিসিবি একাদশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অনুষ্ঠিত হবার কথা রয়েছে আগামী ২৩ই মে। এরপর একদিন করে বিরতি দিয়ে ২৫ ও ২৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।তামিম ইকবালের সাথে ওপেনিং করবে লিটন দাস। এই ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ম্যাচে তিন নম্বর পজিশনে আবারো ফিরবে সাকিব আল হাসান সেটা আগেই জানিয়েছিল বিসিবি।

নাজমুল শান্তর বদলে দলে সুযোগ পাওয়ার সম্ভবনা রয়েছে ইমরুল কায়েসের।মুশফিক ও মাহমুদুল্লাহ এর পিছনে থাকতে পারে মিথুন কিংবা মোসাদ্দেক। স্পিনার হিসেবে সাকিব কে সঙ্গ দিবে মেহেদি মিরাজ। আইপিএলে দারুন বোলিং করা মুস্তাফিজের সাথে থাকবে তাসকিন আহমেদ ও রুবেল হোসেন কিংবা শরিফুল।

প্রথম ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের ওয়ানডে একাদশ:-

তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন/মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন