শিরোনাম

প্রচ্ছদ /   যে সকল অঞ্চলে বৃষ্টির আভাস দিলো আবহাওয়া দপ্তর

যে সকল অঞ্চলে বৃষ্টির আভাস দিলো আবহাওয়া দপ্তর

Avatar

শুক্রবার, আগষ্ট ২৭, ২০২১

প্রিন্ট করুন

গত দুই দিন ধরে গোতা দেশেই বৃষ্টিপাত কিছুটা কমে এসেছে। এই অবস্থা এখনই স্থায়ী হবে না বলে ধারনা করছেন আবহাওয়াবিদরা। অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে এমন আভাস মিলেছে।

শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের  কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশের দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ১৭৮ মি.মি.। ঢাকায় বৃষ্টি হয়েছে সামান্য। আগামী তিনতিন গোটা দেশেই বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে একই বিজ্ঞপ্তিতে।

একই সময়ে রাজধানী ঢাকায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে। যা বয়ে যাবে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে। সকাল ৬টায় রাজধানী ঢকায় বাতাসের আদ্রতা ছিলো ৯৩ শতাংশ।

একই বিজ্ঞপ্তিতে আবহাওয়ার সিনপটিক অবস্থা বিশ্লেষণ করে আরও জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হারিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ১৭৮ মিলিমিটার। এছাড়া সামান্য বৃষ্টিপাত হয়েছে কুমিল্লা, বরিশাল এবং পটুয়াখালীতে। তবে আজকে দুপুরের দিকে ঢাকায় বৃষ্টিপাত হবার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়া গত দুইদিনের তুলনায় আবহাওয়া কিছুটা ভালো থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন