শিরোনাম

প্রচ্ছদ /   বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে নতুন খবর দিলেন শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে নতুন খবর দিলেন শিক্ষামন্ত্রী

Avatar

শনিবার, আগষ্ট ২৮, ২০২১

প্রিন্ট করুন

দেশের সকল বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। শুক্রবার (২৭ আগস্ট) সকালে গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলেন শিক্ষামন্ত্রী।

এর আগে গত (২৬ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রণালয়, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি, পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এ সংক্রান্ত একটি যৌথ সভা শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন অক্টোবরের ১৭ তারিখ থেকে খুলে দেয়া হবে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। এক্ষেত্রে শিক্ষার্থীদের দ্রুত টিকা নিশ্চিতের কথাও জানান দিপু মনি।

গত(২৬ আগস্ট) তিনি বলেছিলেন, ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর আগে টিকা সংক্রান্ত তথ্য সব বিশ্ববিদ্যালয় থেকে ছক আকারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠাতে হবে। তথ্য বিবেচনা করে সন্তোষজনক হলে বিশ্ববিদ্যালয় খোলার অনুমোদন দিতে পারবে ইউজিসি। তবে যাদের টিকা কার্যক্রম শেষ হবে না তাদের বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশও দিয়েছিলেন তিনি।

এদিকে শুক্রবার শিক্ষামন্ত্রী আবারও একই কথা জানিয়েছেন। অক্টোবরের মাঝামাঝি সময়ে এসে বিশ্ববিদ্যালয় খোলার কথা পুনরায় জানিয়ে দিপু মনি সাংবাদিকদের বলেন, গতকালই (বৃহস্পতিবার) সবাইকে নিয়ে একটি যৌথ সভা করেছি।

সেখানে আমরা কী করে আগামী এক মাসের মধ্যে… যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি, আমাদের শিক্ষার্থীদের যারা ১৮ বছরের বেশি, যাদেরকে টিকা দেওয়া যাবে, তাদেরকে টিকা দেওয়া শেষ করা…। টিকা দেওয়ার পরে যেহেতু আরও সপ্তাহ দুয়েক লাগে ইমিউনিটি পেতে, একটা পর্যায়ে আসতে। অর্থাৎ আমরা অক্টোবরের মাঝামাঝির পরে আশা করছি, বিশ্ববিদ্যালয়গুলোকে খুলে দিতে পারব।

তিনি আরও বলেন, বিজ্ঞানসম্মতভাবে সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা। তবে বর্তমান পরিস্থিতিতে কীভাবে স্কুল খোলা যায়, সেজন্য সব বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবার সামনের সপ্তাহে বসব এবং ঠিক কত শতাংশে নামলে আমরা খুব বড় ঝুঁকি না নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব, এটা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে করব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন