শিরোনাম

প্রচ্ছদ /   ফের দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

ফের দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

Avatar

বুধবার, সেপ্টেম্বর ১, ২০২১

প্রিন্ট করুন

চলছে বছরের তৃতীয় ঋতু শরৎ। আকাশে যেখানে সাদা মেঘের ভেলা ভাসার কথা সেখানে অঝরে ঝরে যাচ্ছে বৃষ্টি। ক্রমাগত চলতে থাকা এই বৃষ্টি অবশ্য এখনই কমছে না এমন আভাস দিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার খবরে জানানো হয়েছে আরও অন্তত দুইদিন বৃষ্টি অব্যাহত থাকবে দেশের বেশিরভাগ অঞ্চলে। যা আগামী পাঁচ দিনের মধ্যে আরও বাড়তে পারে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত পারে।

আবহাওয়ার সিনপটিক অপবস্থা বিশ্লেষণ করে একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দুর্বল হয়ে মৌসুমী অক্ষের সাথে মিলিয়ে গেছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া রাঙ্গামাটিতে ১১, গোপালগঞ্জে ১০, কক্সবাজারে ২৩, দিনাজপুরে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রাজশাহীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কক্সবাজারে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন