শিরোনাম

প্রচ্ছদ /   মাত্র ২ লাখ টাকায় যেভাবে তৈরি করবেন এমন দৃষ্টিনন্দন বাড়ি

মাত্র ২ লাখ টাকায় যেভাবে তৈরি করবেন এমন দৃষ্টিনন্দন বাড়ি

Avatar

মঙ্গলবার, ডিসেম্বর ১৫, ২০২০

প্রিন্ট করুন

সাম্প্রতিক সময়ে প্রত্যেক ব্যাক্তির মনের মধ্যেই একটা সুন্দর আধুনিক ডিজাইনের বাড়ি তৈরির ইচ্ছা থাকে। কিন্তু বর্তমান যুগে আধুনিক ডিজাইনের একটি বাড়ি তৈরি করতে হলে ঠিক কেমন ইঁট লাগবে, কেমন পরিমান ও গুনগত মানের সিমেন্ট লাগবে তা ভাবতে ভাবতেই কেটে যায় অনেকটা সময়। এরই সাথে সাথে নিত্যনতুন খরচ যুক্ত হয়ে যায় ভাবতে ভাবতে। এই সব কিছু মিলিয়েই বর্তমান যুগে একটি সুন্দর ডিজাইনের বাড়ি তৈরি করতে গেলে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা খরচা পড়ে যেতে দেখা যায়।

এত খরচার হিসাব জানার পর অনেকেই তাদের মনের ইচ্ছা বাড়ি তৈরির চিন্তাভাবনা অনেকটাই দূরে রেখে দেয়।এক্ষেত্রেই যদি দেখা যায় খুবই স্বল্প মুল্যে যদি সেই ব্যাক্তি তার স্বপ্নের বাড়ি তৈরি করতে পারেন তবে কেমন হয়।নিত্যনতুন প্রযুক্তি ও ডিজাইন সমৃদ্ধ বাড়ি যদি খুবই স্বল্পমুল্যে তৈরি করা যায় তবে কেমন হয়।

আসুন জেনে খুশি হওয়া যাক এমন একটি উপায় যার মাধ্যমে বাজারের থেকে স্বল্পমুল্যে গড়ে তুলতে পারবেন আপনার স্বপ্নের বাড়ি।এই উপায়ের যাবতীয় বিষয় নিয়েই তৈরি আজকের আমাদের এই প্রতিবেদন।

মালিকপক্ষের খরচের দুশ্চিন্তা ও বাড়ি তৈরির সমস্ত রকম ঝামেলা থেকে মুক্তি দিতে এডভান্স ডেভলপমেন্ট টেকনোলজি বাজারে নিয়ে আসল বাংলাদেশের একটি কোম্পানি। এই টেকনোলজি পদ্ধতিতে খুব সহজেই স্বল্প খরচে তৈরি করা যাবে একটি একতলা বাড়ি। ওই কোম্পানিটির পক্ষ থেকে জানানো যাচ্ছে এই একতলা বাড়িটি তৈরি করতে মাত্র চার জন শ্রমিক লাগবে ও তাদের সময় লাগবে মাত্র সাত থেকে আট ঘন্টা।

এবার আপনি নিশ্চয়ই ভাবতে বসেছেন কিভাবে এত কম সময়ে একটি বাড়ি তৈরি করা সম্ভব? তাপ নিরোধক, পরিবেশবান্ধব, হাল্কা, দ্রুত স্থাপনযোগ্য এক্সপ্যান্ডেড পলিস্টিরিন স্যান্ডউইচ (ইপিএস) প্যানেল ব্যবহার করে বানানো হবে আপনার এই ঘর।

অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিসের কর্মকর্তা আশিকুল আলম এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদ্ধতিতে বাড়ি তৈরি করার ফলে ইটের চেয়ে অল্প পরিমান খরচ হবে। এই পদ্ধতিতে ভবন তৈরি করার সময় প্যানেল টু প্যানেল হুকিং সিস্টেমে লাগানো হয়। এইসবের ফলে এই বাড়ি সহজেই প্রতিস্থাপন যোগ্য হিসাবে বিবেচিত হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন