সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় ‘সি ইউ নট ফর মাইন্ড’ ডায়লগটি। এই ডায়লগটি দেয়া শ্যামল রায় সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পর তাকে নিয়ে রীতিমত গানও তৈরি করা হয়েছে একাধিক। তবে এসব নিয়ে নতুন করে বাড়াবাড়ি না করতে অনুরোধ জানিয়েছেন শ্যামল রায়।
তাকে নিয়ে ইউটিউবাররা ফায়দা লুটছে বলেও মন্তব্য করেন শ্যামল। সম্প্রতি ফেসবুক লাইভে এসে হিরো আলমের কাছে ক্ষমা চাওয়ার সময় তিনি বলেন, আপনারা সবাই জানেন আমি দরিদ্র ছেলে। আর এই জন্য সবাই আমাকে নিয়ে ফায়দা লুটতেছে। আপনারা জানেন আমার বাড়ির পরিস্থিতি। আমি গরিব ঘরের সন্তান। ইউটিউবার ভাইদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে নিয়ে আপনারা অনেক খেলেছেন, আর খেলবেন না। আমি আর এই খেলায় থাকতে চাই না।
ইউটিউবাররা তাকে দিয়ে জোর করে ‘হিরো আলমের দিন শেষ, শ্যামলের বাংলাদেশ’ এমন কথা বলিয়ে বিতর্ক তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন শ্যামল। তাকে চাপে ফেলে এমন গান তৈরি করা হয়েছে মন্তব্য করে শ্যামল বলেন, আমাকে নানাভাবে চাপে ফেলে অনেকে ভিডিও বানিয়েছে। গান গাইয়েছে। আমি কিছু বুঝি নাই। আমার কাছে সবার ফোনের রেকর্ড আছে। হিরো আলম ভাইকে নিয়ে যে ভিডিওতে বলেছি, আমি তার সঙ্গে যোগাযোগ করেছি। তারা ওই ভিডিও নাকি ডিলিট করবে না। তা ছাড়া আমাকে তারা হুমকি দিয়েছে, তুমি যদি কাজ না করো, তাহলে তোমার খারাপ করব।
ওই ফেসবুক লাইভে শ্যামলের সাথে কয়েকজন দাবি করেন, শ্যামল সোশ্যাল মিডিয়া সম্পর্কে তেমন কিছুই বুঝেন না। এমনকি হিরো আলমকেও চিনেন না তিনি এমনটাও জানানো হয়। তারা আরও বলেন, হিরো আলম মামলার হুমকি দেওয়ার পর বিষয়টি নিয়ে আমরা ভাবি। এরপর শ্যামলের সঙ্গে আলাপ করি। শ্যামল নিজেও এখন এসব নিয়ে বিব্রত।
উল্লেখ্য, শ্যামল রায় রেলওয়ের একজন কর্মচারী হিসেবে চাকরি করেন এমনটা এতদিন জানা নতুন করে জানা গেছে তিনি একজন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন