শিরোনাম

প্রচ্ছদ /   শ্রীলঙ্কা সিরিজের জন্য দুই বিশ্বসেরা লেগ স্পিনার খুঁজে পেল বিসিবি

শ্রীলঙ্কা সিরিজের জন্য দুই বিশ্বসেরা লেগ স্পিনার খুঁজে পেল বিসিবি

Avatar

শুক্রবার, মে ৭, ২০২১

প্রিন্ট করুন

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষ করে টাইগাররা ফিরে এসেছে দেশে। হোম কোয়ারেন্টাইন শেষ করে আবারও ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য অনুশীলনে নামবে টাইগাররা।

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়েছে ইতোমধ্যেই। দেশে থাকা ক্রিকেটাররা যোগও দিয়েছেন অনুশীলনে। আগামী ১৯ মে বায়ো বাবলে ঢুকে যাবেন সব ক্রিকেটাররা। এর আগে লঙ্কানরা বাংলাদেশে আসার পর শেষ করবে কোয়ারেন্টাইন পর্ব।

শ্রীলঙ্কা সফর শেষ করে ফেরা টেস্ট দলের সদস্যরা দেশে ফিরলেও আপাতত বন্দী কোয়ারেন্টিনে। টেস্ট স্কোয়াডের বেশিরভাগ সদস্যই আছেন ওয়ানডে স্কোয়াডে। অনুশীলনে তাই লোকবল ঘাটতি ছিল। এছাড়া জাতীয় দলে কোনো লেগ স্পিনারের জায়গা পাকা না হওয়ার আক্ষেপ দীর্ঘদিনের।

সবকিছু মাথায় রেখে এই দুই লেগ স্পিনারকে রাখা হয়েছে স্কোয়াডের সাথে। বিপ্লব টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে খেললেও রিশাদ এখনও অভিষেকের অপেক্ষায়। তাদের আরও প্রস্তুত করে তুলতে নির্বাচকদের বাড়তি নজর।

মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদদের সাথে তাই অনুশীলনে বল ঘুরাচ্ছেন বিপ্লব ও রিশাদ। বুধবার (৫ মে) নেটে অনুশীলনে বিপ্লব ও রিশাদের বলে ব্যাটিং অনুশীলন করেছেন ব্যাটসম্যানরা।

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের পূর্ণাঙ্গ স্কোয়াড :-

তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।

উল্ল্যেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে অনুষ্ঠিত হবে আগামী ২৩ মে, বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৭ মে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ গুলি শুরু হবে দুপুর একটায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন