শিরোনাম

প্রচ্ছদ /   জুভেন্টাসের জার্সি গায়ে তিনি শেষবারের মতো মাঠে নেমেছিলেন লাজিওর

জুভেন্টাসের জার্সি গায়ে তিনি শেষবারের মতো মাঠে নেমেছিলেন লাজিওর

Avatar

মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২

প্রিন্ট করুন

জুভেন্টাসের জার্সি গায়ে তিনি শেষবারের মতো মাঠে নেমেছিলেন লাজিওর বিপক্ষে। 78 মিনিটে যখন মাঠ ছেড়ে ছিলেন তিনি তখন অশ্রুসিক্ত হয়ে বিদায় নেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। সাত বছরের বন্ধনটা শেষ হয়েছিল তার বায়ানকোনেরিদের সঙ্গে! তারকাখ্যাতি পেয়েছিল যে ক্লাবের হয়ে খেলে সে ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে গিয়ে তিনি কান্না করবেন সেটাই যেন স্বাভাবিক।

জুভেন্টাসকে বিদায় জানানোর পরে প্রথম গুঞ্জনটা ওঠে ইন্টার মিলানের সাথে। আবারো তিনি থেকে যাবেন ইতালিয়ান আরেকটি ক্লাবে। গুঞ্জন বেশ শক্তিশালী হলেও ইন্টার মিলানের স্পোর্টিং প্রজেক্ট এবং বেতন সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত আর ক্লাবটিতে যোগ দিতে আগ্রহী হননি পাওলো দিবালা।

দীর্ঘদিন তিনি ক্লাব ছাড়াই ঘুরছিলেন তবে অবশেষে ক্লাব মিলেছে এই আর্জেন্টাইন তারকার। শোনা যাচ্ছে আরেক ইতালিয়ান ক্লাব এএস রোমা তে যোগ দিতে চলেছেন লা জয়া। ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি হতে যাচ্ছে তার।

শক্তিশালী গুঞ্জন রয়েছে তিন বছরের চুক্তিতে কনফেডারেশনস কাপ জয়ী রোমা তে যোগ দিতে যাচ্ছেন তিনি। জুভেন্টাস তাকে সবশেষ 7 মিলিয়ন এর বেতন অফার করলেও তাতে রাজি হননি দিবালা, তবে রোমার চুক্তিতে তিনি 6 মিলিয়ন বেতন পাচ্ছেন।

শোনা যায় মূলত তাদের স্পোর্টিং প্রজেক্ট এর কারনেই ক্লাবটিতে আসতে আগ্রহী হয়েছেন দিবালা। তার সঙ্গে বেশ কয়েকবার আলোচনাও হয়েছে ক্লাবটির কোচ জোসে মরিনিহোর সঙ্গে। তিনি মূলত দিবালাকে রাজি করিয়েছেন ক্লাবটিতে আসার জন্য এবং দিবালার ইচ্ছে ছিল ইতালিতে থেকে যাওয়ার, আর সে কারণেই ইন্টার মিলানের সাথে তার চুক্তিটি ভেস্তে গেলেও শেষ পর্যন্ত তিনি রোমায় যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দিবালোকে দলে ভেড়ানোর পাশাপাশি দলটি যে বেশ শক্তিশালী হয়ে উঠতে চলেছে সেটা বলাই যায় এবং ক্লাবের স্পোর্টিং প্রজেক্ট যে দুর্দান্ত সেটা তাদের খেলোয়াড় কেনাবেচার তালিকা দেখলেই বুঝে উঠা যায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন