শিরোনাম

প্রচ্ছদ /   সকাল ১০ টায় নয় শ্রীলংকার বিপক্ষে ১ম ম্যাচে যখন মাঠে নামবে বাংলাদেশ

সকাল ১০ টায় নয় শ্রীলংকার বিপক্ষে ১ম ম্যাচে যখন মাঠে নামবে বাংলাদেশ

Avatar

শুক্রবার, মে ৭, ২০২১

প্রিন্ট করুন

সদ্য শেষ হয়েছে বাংলাদেশ শ্রীলংকার টেস্ট সিরিজ যেটি অনুষ্ঠিত হয়েছে শ্রীলংকার মাটিতে।টেস্ট সিরিজে ২-০ তে হেরেছে বাংলাদেশ। সিরিজ শেষ করে বাংলাদেশে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল।

এবার শুরু হবে ওয়ানডে সিরিজ। যেটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে। এবারের সিরিজে অনুষ্ঠিত হবে ৩ টি ওয়ানডে ম্যাচ।

বাংলাদেশের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য আগামী ১৫ তারিখ বাংলাদেশে আসবে শ্রীলংকা ক্রিকেট দল। এরপর কোয়ারেন্টাইনে থাকা লাগবে তাদের। কোয়ারেন্টাইন শেষ করে বিসিবি একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলংকা ক্রিকেট দল।

বাংলাদেশের হয়ে ওয়ানডে সিরিজ খেলার জন্য বাংলাদেশের ২ তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে ফিরে এসেছে। যদিও তাদের ফেরত আসার কথা ছিল আরও পরে কিন্তু আইপিএল স্থগিত হয়ে যাওয়ার কারনে তারা আরও আগেই ফেরত এসেছে। দিন দিন সেখানকার করোনা পরিস্থিতি অবনতি হচ্ছে, পাশাপাশি আক্রান্ত হয়েছে কিছু ক্রিকেটার ও স্টাফ তাই আপাতত আইপিএল স্থগিত করেছে বিসিসিআই।

১৪ দিন কোয়ারেন্টাইন থাকা লাগবে তাদের। ইদের ২ দিন পর সরাসরি দলের সাথে যোগ দিবে তারা।শ্রীলংকার বিরুদ্ধে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম টি অনুষ্ঠিত ২৩ মে। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে ডে নাইট ম্যাচ। যদিও কোন ম্যাচে দর্শক থাকবে কিনা সে ব্যাপারে নিশ্চিত করেনি বোর্ড তবে দর্শক না থাকার সম্ভবনাই বেশি।

চলুন দেখে নেই ৩ ম্যাচের সূচি

১ম ওয়ানডে – ২৩ মে – দুপুর ১ টা (মিরপুর স্টেডিয়াম, ঢাকা)

২য় ওয়ানডে – ২৫ মে – দুপুর ১ টা (মিরপুর স্টেডিয়াম, ঢাকা)

৩য় ওয়ানডে – ২৮ মে – দুপুর ১ টা (মিরপুর স্টেডিয়াম)

প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। মূলত করোনা ভাইরাসের কথা বিবেচনা করে বার বার যাতায়াতের ঝুকি এড়ানোর জন্য একই স্টেডিয়ামে ম্যাচ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন