দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির ব্যাপার ছিলো সম্প্রতি যমুনা গ্রুপের পক্ষ থেকে যখন জানানো হয়েছিলো ইভ্যালিতে তারা অন্তত ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। তবে সেই আশার গুড়েবালি হতে যাচ্ছে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা। নতুন করে তাই দুঃসংবাদ পেতে পেতে পারেন ইভ্যালির গ্রাহকরা।
যমুনা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে ইভ্যালির অডিটের চূড়ান্ত রিপোর্ট না পেলে তারা বিনিয়োগ করবে না। বৃহস্পতিবার (২৬ আগস্ট) যমুনা গ্রুপ এক জরুরি বিজ্ঞপ্তিতে বলেছে, ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগের আগে ইভ্যালির গ্রাহকদের ও পণ্য সরবরাহকারীদের পাওনা বা দায় দেনা নির্ধারণের লক্ষ্যে যমুনা গ্রুপের উদ্যোগে অডিট চলছে।
যেহেতু এখনো অডিট কার্যক্রম শেষ হয়নি ও অডিটের চূড়ান্ত রিপোর্ট যমুনা গ্রুপের হাতে আসেনি তাই ইভ্যালিতে বিনিয়োগের বিষয়ে যমুনা গ্রুপ এখনো চূড়ান্ত কোনো অফিশিয়াল স্টেটমেন্ট দিতে প্রস্তুত নয়। অডিট শেষ হলে যথাসময়ে যমুনা গ্রুপ তার বিনিয়োগের সিদ্ধান্ত ও বিস্তারিত কর্মপদ্ধতি মিডিয়ার সামনে প্রকাশ করবে।
তবে এমন বিজ্ঞপ্তির পর যখন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে ইভ্যালিতে যমুনা গ্রুপ বিনিয়োগ করতে আগ্রহী নয়, তখন যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম জানিয়েছেন ভিন্ন কথা।
ইভ্যালিতে বিনিয়োগের ব্যাপারে জানাতে গিয়ে মনিকা ইসলাম একটি অনলাইন সংবাদ মাধ্যমকে বলেন, এমন খবর আমিও দেখেছি। কিন্তু তারা কেন লিখেছে আমি জানি না। তবে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আগের মতোই আছে। একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করার আগে তা যাচাই-বাছাই করতে হয়। এজন্য অডিট করা হচ্ছে, চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব, তখন আপনাদের জানাব।
উল্লেখ্য, সম্প্রতি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের বিরুদ্ধে সিরাজগঞ্জে মামলা করা হয়েছে। গত বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাসিন্দা মো. রাজ বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার আদালতে এ মামলা করেন। যেখানে ইভ্যালির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে গ্রাহকদের সাথে প্রতারণা ও হয়রানির।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন