শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালালেন তামিম ইকবাল। এই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে লঙ্কানদেরকে টাইগাররা হারয়েছে ৯০ রানের বিশাল ব্যবধানে।
আজ থেকে প্রায় ৪ বছর আগে ২০১৭ সালে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ, তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল। টেস্ট সিরিজে আশানুরূপ ফলাফল পাওয়ার পর ওয়ানডে সিরিজের শুরুটাও দুর্দান্ত করেছিল বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার মিলে ওপেনিং জুটিতে তোলেন মাত্র ২৯ রান। ১৩ বল মোকাবেলায় মাত্র ১০ রান করে সৌম্য সাজঘরে ফিরলেও ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন তামিম।
তিন নম্বরে নামা সাব্বির রহমানকে নিয়ে দলের রানের গতি বাড়াতে থাকেন। দলীয় ১১৯ রানে ৫৪ রান করা সাব্বির ফিরে গেলে থিতু হতে পারেননি মুশফিকুর রহিম। তবে এরপর আবারও সাকিবের সাথে জুটি বাধেন তামিম ইকবাল। তামিমকে যোগ্য সঙ্গ দিয়ে ৭১ বলে ৭২ রানের ইনিংস খেলে সাকিব সুরাঙ্গা লাকমলের শিকারে পরিনত হলে আরও কিছুক্ষণ অব্যাহত থাকে তামিম ঝড়।
ইনিংসের ৪৮তম ওভারে এসে তামিম যখন লাহিরু কুমারার শিকার হন তখন তার নামের পাশে ১৪২ বল মোকাবেলায় জ্বলজ্বল করছে ১২৭ রানের ইনিংস। এই রান করতে তামিম খেলেন ১৫টি চার ও ১টি ছয়ের মার। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের স্কোরবোর্ডে জমা হয় ৩২৪ রানের পাহাড়।
জবাবে খেলতে নেমে শুরু থেকেই ধারাবাহিক বিরতিতে উইকেট বিলাতে থাকে লঙ্কানরা। মাশরাফি-মুস্তাফিজদের আক্রমণে নাকাল শ্রীলঙ্কা টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারায় মাত্র ৩১ রানে। মিডল অর্ডারে অবশ্য হাল ধরার চেষ্টা করেছিলেন দীনেশ চান্দিমাল ও থিসারা পেরেরা। তবে তা আটকাতে পারেনি টাইগার বোলারদের। ইনিংসের ২৯ বল বাকি থাকতেই সবকয়টি উইকেট হারিয়ে শ্রীলঙ্কার ইনিংস থামে ২৩৪ রানে। ফলে বাংলাদেশ দল ম্যাচ জিতে নেয় ৯০ রানে।
বল হাতে এদিন মুস্তাফিজুর রহমান ৩টি, মাশরাফি বিন মুর্তজা ২টি, মেহেদি হাসান মিরাজ ২টি এবং তাসকিন ও সাকিব নেন ১টি করে উইকেট।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন