সাম্প্রতিক সময়ে টাইগারদের হতাশাজনক পারফরম্যান্স নতুন করে জন্ম দিয়েছে আলোচনা-সমালোচনার। ক্রিকেটারদের মাঠের লড়াই নিয়ে আলোচনার পাশাপাশি প্রশ্ন উঠেছে হেড কোচ রাসেল ডমিঙ্গোর ভূমিকা নিয়েও। বাদ যায়নি টিম ম্যানেজমেন্টের বাকিরাও।
টাইগারদের হেড কোচের দায়িত্ব নেয়ার পর থেকে ডমিঙ্গো দলকে জেতাতে পারেননি বলার মত কোনো সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে কিংবা টেস্ট ম্যাচ জিতলেও অন্যান্য দলগুলোর সাথে ছিল ল্যাজেগোবরে অবস্থা। বিশেষ করে ঘরের মাঠে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের দুর্বল দলের সাথে টেস্ট সিরিজ হারের পর যেন ব্যর্থতার ষোলকলা পূর্ণ হয়েছে ডমিঙ্গোর। সেই সাথে যুক্ত হয়েছে নিউজিল্যান্ড সিরিজে হোয়াইটওয়াশ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হার।
লঙ্কানদের বিপক্ষে সিরিজ খেলতে যাবার আগেই বোর্ডের তরফ থেকে জানা গিয়েছিল ডমিঙ্গোর ব্যাপারে নতুন করে ভাবতে পারে বোর্ড। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন এখনই ডমিঙ্গোকে বিদায় করে দেয়ার ব্যাপারে ভাবছে না বোর্ড। ডমিঙ্গোর পক্ষ নিয়ে সুজন এও জানিয়েছেন তাকে বলির পাঠা বানানো ঠিক হবে না এই মুহূর্তে।
সম্প্রতি ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে সুজন বলেন, “রাসেল ডোমিঙ্গোকে বলির পাঠা বানানো উচিত হবে না। ভালো-খারাপ যা-ই হয়েছে, এর সব দায় কোচকে দেয়া ঠিক নয়। সে একটা বড় দলেরও কোচ ছিল। তার চেষ্টায় কোনো কমতি ছিল না।”
ডমিঙ্গোকে বিচার করার এখনই সময় আসেনি জানিয়ে খালেদ মাহমুদ সুজন আরও বলেন, “আমি বলব, রাসেল খানিকটা দুর্ভাগা যে এটা অনেকবার হয়ে গেছে। তবে এখনই কোনোকিছু বলার সময় আসেনি। আমি ওর সঙ্গে একটা সিরিজে কাজ করলাম। নিজের মূল্যায়ন থেকে বলতে পারি, ও নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছে।”
ডমিঙ্গোকে এখনই বাদ দেয়ার ব্যাপারে বোর্ড কোনো আলোচনা করেনি এমনটা জানিয়েছেন তিনি। সুজনের ভাষ্য, “আমার মনে হয় না, এখানে (বোর্ডে) ডোমিঙ্গোকে বাদ দেয়ার কোনো আলোচনা হয়েছে। আমাদের বুঝতে হবে যে, মন চাইলেই যে কাউকে আমরা কোচ হিসেবে নিয়োগ দিতে পারব না। এখানে অনেক বিষয় বিবেচনায় রাখতে হয়।”
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন