শিরোনাম

প্রচ্ছদ /   এইমাত্র পাওয়াঃ অবশেষে খুলে দেখে হলো শিক্ষাপ্রতিষ্ঠান

এইমাত্র পাওয়াঃ অবশেষে খুলে দেখে হলো শিক্ষাপ্রতিষ্ঠান

Avatar

সোমবার, ফেব্রুয়ারী ২২, ২০২১

প্রিন্ট করুন

অবশেষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। সোমবার (২২ ফেব্রুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর দেয়া ঘোষণা অনুযায়ী আগামী ২৪ মে থেকে দেশের সকল বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার হবে। ২৪ মে থেকেই শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু করার জন্য নির্দেশনা দেয়া হয় এই সংবাদ সম্মেলনে। এছাড়া ক্লাস শুরু করার আগে আগামী ১৭ মার্চ থেকে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়ার জন্যও নির্দেশ দেন শিক্ষামন্ত্রী দিপু মনি।

এর আগে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হলেও তা আবারও বাড়ানো হয়। গত ১৪ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ছুটি বর্ধিত করার কথা জানানো হয়। সেই ঘোষণা অনুযায়ী ছুটি অব্যাহত থাকার কথা ছিল আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে নতুন করে দেয়া এই ঘোষণা অনুযায়ী আগামী ২৪ মে থেকেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।

মহামারী করোনা ভাইরাসের প্রকোপের কারনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল গত বছরের ১৮ মার্চ। এরপর শুধু ধাপে ধাপে বর্ধিত করা হয়েছে ছুটি। বেশ কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আলোচনা চললেও শেষ পর্যন্ত তা আর হয়নি।

তবে চলমান সময়ে ধীরে ধীরে কমে আসছে দেশের করোনা আক্রান্ত মানুষের সংখ্যা। সেই সাথে টিকা কার্যক্রমও অব্যাহত রয়েছে। ফলে দেশের শিক্ষা খাতের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতেই নতুন করে সিদ্ধান্ত নেয়া হয় সরকারের পক্ষ থেকে।

উল্লেখ্য, করোনার প্রকোপের কারনে গত ২০২০ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছিল। সেই সাথে পিইসি এবং জেএসসি পরীক্ষা সহ মাধ্যমিক পর্যায়ে সকল পরীক্ষাই বাতিল করা হয়েছিল। অনলাইনে দেশের শিক্ষা কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেয়া হলেও নেটওয়ার্ক ও ডিভাইসজনিত সংকটের কারনে অধিকাংশ শিক্ষার্থীরা বঞ্চিত ছিলেন শিক্ষা গ্রহণ থেকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন