শিরোনাম

প্রচ্ছদ /   হাসপাতালে দেখতে গিয়ে সাকিবের কানে কানে যে কথা বলে আসলেন মাশরাফি

হাসপাতালে দেখতে গিয়ে সাকিবের কানে কানে যে কথা বলে আসলেন মাশরাফি

Avatar

রবিবার, সেপ্টেম্বর ৩০, ২০১৮

প্রিন্ট করুন

আবারও তীরে এসে তরী ডুবা। সেই আক্ষেপ নিয়ে এশিয়া কাপ মিশন শেষে টাইগাররা ঢাকায় ফিরেছেন শনিবার রাত এগারোটার পরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিকতা ও সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথন শেষে বাড়ি ফিরতে ফিরতে হয়েছে মধ্যরাত। পরিবারের সঙ্গে খানিক সময় কাটিয়ে বিছানায় যেতে গভীর রাত।

সকালে ঘুম থেকে উঠে নাশতা সেরেই প্রিয় মোটরবাইকে চেপে সরাসরি চলে গেলেন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। উদ্দেশ্য প্রিয় ছোট ভাই ও দলের চালিকাশক্তি সাকিব আল হাসানকে এক নজর দেয়া ও তার বর্তমান অবস্থার খোঁজখবর নেয়া।

বেলা এগারোটা নাগাদ হাসপাতালে পৌঁছে প্রায় দুই ঘণ্টা সময় কাটান প্রিয় ছোট ভাইয়ের সঙ্গে। এসময় সাকিবের সাথে থাকা ঘনিষ্ঠ বন্ধু খান নয়ন নিশ্চিত করেছেন মাশরাফি-সাকিবের কথোপকথনের প্রায় পুরোটা জুড়েই ছিল এশিয়া কাপ ফাইনাল। দুজনই আফসোস-অনুশোচনায় পুড়েছেন শিরোপা জিততে না পারায়।

দুজনের আলাপে সাকিবের খেলতে না পারার কথা উঠে এসেছে বারবার। সাকিব থাকলে কখন কি করতেন, কোন সময়ে সাকিবের বোলিংটা বেশি দরকার ছিল, অমন উড়ন্ত সূচনার পরে ওয়ানডাউনে সাকিবকে পেলে ইনিংসের চালচিত্র ভিন্ন হতে পারতো- এমন আফসোস মাখা কথাবার্তাই মাশরাফির মুখে ছিলো বেশি। আর সাকিবের কানে মাশরাফি বলেছেন, সে জেন চিন্তা না করে, সে তারাতারি সুস্থ হয়ে যাবে । মনে জেন শক্তি রাখে ।

এশিয়া কাপ শেষে এবার আরো একটি দুঃসংবাদ এসেছে সাকিবের জন্য। এশিয়া কাপে এবারের আসর শেষে র‍্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ওয়ানডে অলরাউন্ডার তালিকায় সাকিব ছিলেন সবার ওপরে। তবে এবার সাকিবের জায়গাটা দখল করে নিলেন আফগান অলরাউন্ডার রশিদ খান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন