ছুটির দিন শুক্রবারেও নতুন করে কোনো সুখবর দিতে পারেনি দেশের আবহাওয়া অধিদপ্তর। নতুন করে ভারী বর্ষণের আভাস দেয়া সহ বৃষ্টিপাত আরও অন্তত দুইদিন অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।
শুক্রবার (২০ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়নমনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থার বিশ্লেষণ করে একই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে মৌসুমি বায়ুর অক্ষে রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকাতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দ্বীপে ৭৭ মিলি মিটার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। আগামী দুই দিন বৃষ্টিপাতের তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে আগামী পাঁচ দিনের আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে।
ঢাকা এবং এর আশেপাশের অঞ্চলের জন্য সকাল ৬টা থেকে পরবর্তী ৭ ঘণ্টার আবহাওয়ার খবরে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাজধানী ঢাকায় দিনের এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকত পারে বলেও জানানো হয়েছে একই বিজ্ঞপ্তিতে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন