শিরোনাম

প্রচ্ছদ /   ডিপিএলের ফাইনালের সূচীতে আবার পরিবর্তন দেখেনিন নতুন সূচী

ডিপিএলের ফাইনালের সূচীতে আবার পরিবর্তন দেখেনিন নতুন সূচী

Avatar

শনিবার, মার্চ ২, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ তেমন একটি সুযোগ পান না দেশি ক্রিকেটাররা। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের কাছ থেকে পারফরম্যান্স বের করে আনতে ঢাকা প্রিমিয়ার লিগ নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১২ দল নিয়ে মাঠে গড়িয়েছিল ডিপিএলের এই টুর্নামেন্ট।

প্রতি গ্রুপে তিন দল করে চারটি গ্রুপে ভাগ করে গেল ২৫ ফেব্রুয়ারি শুরু হয় এই টুর্নামেন্টের। গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পায়।

পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা সব গ্রুপ থেকে একটি দল করে সুযোগ পায় সেমিফাইনালে খেলার।শুক্রবার ১ মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।দ্বিতীয় সেমিফাইনালে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মুখোমুখি হয় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের।

প্রথম সেমিতে শাইনপুকুরকে ৫ উইকেটে হারিয়ে শেখ জামাল ও দ্বিতীয় সেমিতে প্রাইম ব্যাংককে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে প্রাইম দোলেশ্বর। প্রাথমিকভাবে ৩ মার্চ রোববার টুর্নমেন্টের ফাইনাল হবার কথা থাকলেও শনিবার বিসিবি’র পক্ষ থেকে জানানো হয়, সোমবার সন্ধ্যা ছয়টায় মিরপুর হোম অব ক্রিকেটে আয়োজিত হচ্ছে ফাইনালটি।বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন (গাজীটিভি)।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন