টলিপাড়ায় অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তী। বর্তমান প্রজন্মের টলিউডের অভিনেতা জিৎ থেকে দেব প্রায় সব তারকার সাথেই জুটি বেঁধে একই ছবিতে অভিনয় করেছেন তিনি। টলিউড ইন্ডাস্ট্রি তে এক ডাকে শ্রাবন্তী কে সকলেই চেনে। তার রিল লাইফ ক্যারিয়ারে একের পর এক হিট ছবি ভক্তদের উপহার দিয়েছেন তিনি।
রিল লাইফে সুপারহিট হলেও তার রিয়াল লাইফের ছবিটা পুরোপুরিই উল্টো। অভিনয় জগতে অভিনয়ের মাধ্যমে যেমন সফলতা লাভ করেছেব, নিজের ব্যক্তিগত জীবনে তেমন সফলতা লাভ করতে পারেন নি তিনি। প্রধানত ভালোবাসা, প্রেম, বিয়ে এই সকল ব্যাক্তিগত সম্পর্ক তার জীবনে বার বার কষ্ট নিয়ে এসেছে। মিষ্টি হাসি ও মিষ্টি মুখের শ্রাবন্তী যদিও তার জীবনের এত কষ্টেও হার স্বীকার করে নেন নি।
তিনি জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন জীবনে কখনোই থেমে যেতে নেই, থেমে গেলেই হেরে যেতে হয়। তাই নিজেও বার বার প্রতারিত হওয়ার পরও ভালোবাসার মানুষ খুঁজে বেড়ান এরকমই জানা গিয়েছে।
পর পর দুটি বিয়ে ভেঙে যাওয়ার পর বর্তমান স্বামী রোশন গিরিকে বিবাহ করেন শ্রাবন্তী। বেশ সুখেই নিজেদের জীবন কাটাচ্ছিলেন তারা। হঠাৎই চারিদিকে গুঞ্জন শুরু হয়ে যায় শ্রাবন্তী আর রোশন নাকি আলাদা থাকতে শুরু করেছেন। ইন্সটাগ্রামে তাদের অ্যাকাউন্ট থেকে এক অপরের ছবি উড়িয়ে দেন।
যদিও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাদের ছবি এখনও একসঙ্গে আছে। সকলেই এরপর বলতে থাকেন তাঁরা দুজনে হয়তো বিচ্ছেদের পথেরই যাত্রী হতে চলেছেন। যদিও এই ব্যাপারে তাঁরা দুজনের কেউই মুখ খোলেন নি মিডিয়ার কাছে। কিন্তু এর পর থেকে দুজনকে আর এক সঙ্গে কোথাও দেখাও যায়নি।
সম্প্রতি তিনি তাঁর এক বন্ধুর কথা ভক্তদের মাঝে শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। শ্রাবন্তী তার এই বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘ফ্রেন্ডশিপ গোল’। এই ছবি দেখার পর তাঁর বন্ধু সঞ্চারী চক্রবর্তী কমেন্ট করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘লাভ ইউ সুইটহার্ট’। শ্রাবন্তী তাঁর ভক্তদের সঙ্গে এই মিষ্টি বন্ধুত্বের সম্পর্ক ভাগ করে নিয়েছেন। যেকোনো পরিস্থিতিতেই তিনি যে ভালো থাকতে জানেন, লড়াই করতে জানেন, তা তিনি বুঝিয়ে দিয়েছেন এই পোস্টের মধ্যে দিয়ে। যদিও এ নিয়েও মানুষের সমালোচনার শেষ নেই, সমালোচনক করার জন্য সোশ্যাল মিডিয়া তো আছেই।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন