শিরোনাম

প্রচ্ছদ /   অবশেষে জানাগেল পাঠাও’র ফাহিম হ’ত্যাকারীর আসল পরিচয়

অবশেষে জানাগেল পাঠাও’র ফাহিম হ’ত্যাকারীর আসল পরিচয়

Avatar

বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২০

প্রিন্ট করুন

রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ (৩৪) নিউইয়র্কের ম্যানহাটনে খুন হয়েছেন। নিউইয়র্ক পুলিশ ফাহিমের নিজ অ্যাপার্টমেন্ট থেকে মঙ্গলবার বিকেলে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

এনওয়াইপিডি পুলিশ কর্মকর্তা জানান, ফাহিমের শরীরের হাত-পা, মাথা সবকিছু খণ্ড-বিখণ্ড ছিল। আমরা এগুলো পেয়েছি। ফাহিমের বোন তার খোঁজ না পেয়ে ৯১১ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ বলছে, ফাহিম সালেহ’র খুনিদের চিহ্নিত করতে তৎপরতা শুরু করেছে তারা। তারা ওই ভবনের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দেখেছেন। তাতে দেখা গেছে, মাথা ঢাকা ও হ্যান্ড গ্লাভস পরা সহেন্দভাজন এক ব্যক্তি ওই ভবনের লিফট ব্যবহার করেছেন।

ফাহিম সালেহ গত বছর ২.২৫ মিলিয়ন ডলার দিয়ে ম্যানহাটনের ডাউনটাউনে এই অ্যাপার্টমেন্ট কেনেন।তার হত্যাকারীকে এখনো গ্রেফতার করতে না পারলেও চিহ্নিত করতে পেরেছে নিউইয়র্ক পুলিশ। যে কোনো সময় গ্রেফতার করতে পারে পুলিশ।

অনুমান করা হচ্ছে, কোনো বিরাট ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরেই ঘটেছে এই হত্যাকান্ড। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগে পুলিশ এ নিয়ে কিছু জানাতে রাজি হয়নি। তবে পুলিশ জানিয়েছে, খুনি অত্যন্ত পেশাদার।

উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের নিজস্ব অ্যাপার্টমেন্ট থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। তার খণ্ডিত দেহের পাশে একটি বৈদ্যুতিক করাত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি দিয়েই ফাহিমের মাথা, দুই হাত, দুই পা কেটে শরীর থেকে আলাদা করা হয়।

উল্লেখ্য, ১৯৮৬ সালে জন্ম ফাহিমের। তার বাবা সালেহ উদ্দিন বড় হয়েছেন চট্টগ্রামে আর মা নোয়াখালীর। ফাহিম পড়াশোনা করেছেন ইনফরমেশন সিস্টেম নিয়ে আমেরিকার বেন্টলি বিশ্ববিদ্যালয়ে। থাকতেন নিউইয়র্কের ম্যানহাটনে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন