শিরোনাম

প্রচ্ছদ /   মাত্র পাওয়াঃ হু হু করে বাড়ছে স্বর্ণের দাম জেনে নিন নতুন বছরে কত হবে সর্বশেষ মূল্য

মাত্র পাওয়াঃ হু হু করে বাড়ছে স্বর্ণের দাম জেনে নিন নতুন বছরে কত হবে সর্বশেষ মূল্য

Avatar

সোমবার, ডিসেম্বর ২১, ২০২০

প্রিন্ট করুন

গত মার্চ মাসে সারা বিশ্বে অতিমারি করোনা প্রকোপে দেশে টানা কয়েক মাস লক ডাউন থাকার ফলে সারা বিশ্ব তথা আমাদের দেশে কাজ কারবার তথা জীবন যাপন স্তব্ধ ছিল, দেশে চলছিল অর্থনৈতিক মন্দা ।

বর্তমানে দেশে আন লকিং পর্ব চলছে, খুলছে সমস্ত দোকান পাট বাজার, কর্মস্থল। কিন্তু এখনও দেশে লক ডাউন পরবর্তী সময়ে করোনার ফলে দেশের অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠার সম্ভাবনা ক্রমশ প্রবল হওয়ায় দিকে এগোতে হবে যার ফলে ঝুঁকিপূর্ণ ক্ষেত্রের প্রতি আগ্রহ বাড়ছে লগ্নিকারীদের, ব্যাবসায়ীদের। এই করোনা পরিস্থিতির মধ্যে দেশজুড়ে সোনার গহনা বিক্রি একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিল। তা সত্বেও এই মূল্যবান ধাতুর দামের মূল্যবৃ্দ্ধির নেপথ্যে মূল ভূমিকা নিয়েছিলেন লগ্নিকারীরা।

ইতিমধ্যে, বিশ্বের অর্থনীতি চাঙ্গা করতে বিপুল আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল মার্কিন সরকার। অর্থনৈতিক মন্দার অনিশ্চয়তার সময়ে সেই অর্থের একটা উল্লেখযোগ্য অংশ লগ্নি করা হয়েছে মূল্যবান ধাতব বস্তু সোনা। যার ফলে এই মন্দার বাজারে আবারও বেড়ে যায় সোনালি ধাতুর দাম।

গত আগস্ট মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট গোল্ডের দাম ২,০৭২.৪৯৫১ মার্কিন ডলারে পৌঁছে দাঁড়ায়। যা ছিল সর্বকালীন রেকর্ড। যার প্রভাব পড়েছিল ভারতের বাজারে। প্রতি ১০ গ্রামের দাম ৫৭ হাজার টাকার গণ্ডি টপকে গিয়েছিল। সে সময় মার্কিন ডলারের দুর্বলতাও সোনার দাম আরও চড়া করে তুলেছিল।

এরপরে অক্টোবর মাসে সোনার দামে ভাটা পড়তে থাকে। নভেম্বরের আবার সোনার দাম ব্যাপক হতে ওঠা নাম শুরু করে। ওই ওঠানামার কারণ হিসেবে জানা যাচ্ছিল ।সদ্য হওয়া মার্কিন নির্বাচনে অনিশ্চয়তা ফলে লগ্নিকারীদের মধ্যে সেই উৎসাহে ভাটা পড়ছিল।

বর্তমানে সোনার দাম আবার বৃদ্ধি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নতুন বছরেও সোনার দাম বাড়বে। তবে এই ধাতু ঘিরে লগ্নিকারীদের মধ্যে সেই উৎসাহে ভাটা পড়তে পারে বলে অ্যাক্সিস সিকিউরিটিস তরফে পূর্বাভাস পাওয়া গিয়েছে। ফলে গত অগস্ট মাসের মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছে তারা।

সম্প্রতি, কোভিডের ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে অগ্রগতির ফলে বিশ্ববাজারে ফের ঝুঁকিপূর্ণ লগ্নির প্রতি আগ্রহ দেখাচ্ছেন লগ্নিকারীরা। গত নভেম্বরে শেয়ার বাজার নতুন মাইলস্টোন পার করেছে। ডিসেম্বরের কয়েক দিনে লগ্নিকারীদের সামগ্রিক ভাবাবেগ ভালো হয়েছে। এই সমস্ত বিষয় মাথায় রেখে বলা যায় আগামী বছরে সোনা ভালোয় থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞ দল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন