নিষেধাজ্ঞা ইতোমধ্যেই শেষ হয়ে গেছে টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের। আইসিসি থেকে পাওয়া এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার দিনক্ষণও চূড়ান্ত প্রায়। অলরাউন্ডার সাকিব মাঠে ফিরতে বাধা না থাকলেও অনূর্ধ্ব-১৯ দলের দলের হয়ে বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিম হাসান সাকিবের মাঠে ফেরা হচ্ছে না এখনই।
জুনিয়র ক্রিকেটার তানজিম হাসান সাকিব গত কয়েকদিন ধরেই ভুগছেন কাঁধের ইনজুরিতে। ইনজুরি থেকে শতভাগ ফিট না হলে এখনই মাঠে ফেরা হচ্ছে না তার। ফলে আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপে দেখা যাবে না জুনিয়র সাকিবকে।
জুনিয়র সাকিবকে বর্তমানে রিহ্যাবে রাখা হয়েছে জানিয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘’ওর কাঁধের ইনজুরি চলছে। তাকে ব্যথামুক্ত রাখতে আমরা ইনজেকশন দিয়েছি। সে এখন রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে আছে। আপাতত সে ফিজিওদের তত্ত্বাবধানে রয়েছে।‘’
তানজিদ হাসান সাকিবের এই ইনজুরি থেকে সেরে না ওঠা পর্যন্ত মাঠে ফেরা অনিশ্চিত। আসন্ন টি-২০ টুর্নামেন্টে নিজেকে আবারও হয়ত প্রমান করতে পারতেন এই পেসার। তবে ইনজুরিতে থাকায় সতীর্থদের সাথে মাঠে ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে জুনিয়র সাকিবের।
পেসার সাকিব অবশ্য জানিয়েছেন তার ব্যথা আগের থেকে কিছুটা কম। ব্যথা কিছুটা কম থাকলেও এখনই পুরোদমে বোলিং করছেন না তিনি। তবে এখন যেভাবে ব্যথা কমতে শুরু করেছে এভাবে কমতে থাকলে খুব শীঘ্রই আবারও মাঠে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
প্রসঙ্গত, নভেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হতে যচ্ছে ‘বঙ্গবন্ধু টি-২০ কাপ’ টুর্নামেন্ট। পাঁচ দলের এই টুর্নামেন্টে প্রতি দলের মধ্যে থাকবেন ১৫ জন করে ক্রিকেটার। চার ক্যাটাগরিতে ভাগ করে দলে নেয়া হবে এই ক্রিকেটারদের। যেখানে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা পেসার তানজিদ হাসান সাকিবও ছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরলেও জুনিয়র সাকিবের মাঠে ফেরা হচ্ছে না এখনই।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন