শিরোনাম

প্রচ্ছদ /   দিনের শুরুতেই ছাত্র ছাত্রীদের সুখবর দিল শিক্ষা বিভাগ

দিনের শুরুতেই ছাত্র ছাত্রীদের সুখবর দিল শিক্ষা বিভাগ

Avatar

রবিবার, নভেম্বর ১, ২০২০

প্রিন্ট করুন

আজ (১ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে মাধ্যমিকের সংক্ষিপ্ত সিলেবাসের পাঠদান। মাধ্যমিকের সকল শ্রেণির বার্ষিক পরীক্ষা বাতিল করে দেয়ায় এই সিলেবাস অনুযায়ী পাঠদান করার পর সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট নেয়ার মাধ্যমে উত্তীর্ণ করে দেয়া হবে শিক্ষার্থীদের।

করোনাকালে মাধ্যমিকের সকল ক্লাসের এমন নতুন পদ্ধিতেত প্রণয়ন করা সিলেবাস আগামী ৮ সপ্তাহের মধ্যেই শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে। অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই সিলেবাস সম্পন্ন করে নতুন বছরে পরের ক্লাসে উত্তীর্ণ করা হবে শিক্ষার্থীদেরকে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের (মাউশি) মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানিয়েছেন ৩০ দিনের একটি সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তার ভাষ্য, ‘’ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত এই সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরপর এনসিটিবি এই সিলেবাস শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। পরে মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে।‘’

এদিকে সূত্রের খবর, শিক্ষার্থীদেরকে পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখতেই বাড়ির কাজ হিসেবে অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে। নতুন করে এই সিলেবাসে নভেম্বর থেকে ডিসেম্বর এই আট সপ্তাহ সময় পাওয়া যাবে। কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে সে ব্যাপারে সিলেবাসের মধ্যেই জানানো হয়েছে।

নতুন করে প্রণয়ন করা এই সিলেবাসে প্রতি সপ্তাহে একটি করে অ্যাসাইনমেন্ট নেয়া হবে শিক্ষার্থীদের কাছে থেকে নির্ধারিত আট সপ্তাহ শেষ হলে এরপর শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবেন শিক্ষকরা। বিষয়ভিত্তিক মূল্যায়ন করা হবে এই অ্যাসাইনমেন্ট থেকেই।

প্রসঙ্গত, মহামারী করোনা ভাইরাসের কারনে দেশের স্কুলের সকল বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়। জেএসসি কিংবা এইচএসসির মত পরীক্ষা বাতিল করে দেয়ার পর মাধ্যমিকে থাকা ষষ্ঠ থেকে নবম শ্রেণির সকল পরীক্ষাও বাতিল করা হয়। এইচএসসির সকল শিক্ষার্থীদেরকে অটোপাশ দেয়া হলেও মাধ্যমিকের ক্ষেত্রে বেছে নেয়া হয় ভিন্ন পদ্ধতি। এছাড়া প্রাথমিকেও চলতি শিক্ষা বর্ষের সকল পরীক্ষা বাতিল করা হয়েছে ইতোমধ্যেই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন