শিরোনাম

প্রচ্ছদ /   দীর্ঘ এক মাস তদন্ত শেষে সুশান্ত মৃত্যু রহস্য নিয়ে যা জানালো মুম্বাই পুলিশ

দীর্ঘ এক মাস তদন্ত শেষে সুশান্ত মৃত্যু রহস্য নিয়ে যা জানালো মুম্বাই পুলিশ

Avatar

মঙ্গলবার, জুলাই ১৪, ২০২০

প্রিন্ট করুন

সুশান্তকে বলিউড হারিয়েছে প্রায় এক মাস হয়ে গেছে। অভিনেতা সুশান্ত সিং রাজপুত ভক্তদের কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হয়ে গেছেন। ১৪ ই জুন, সুশান্তের মরদেহ বান্দ্রার তার ফ্ল্যাটে পাওয়া গেছে। এদিকে, মুম্বাই পুলিশ ফরেনসিক দলের সাথে একটি বৈঠক করেছে। শিগগিরই সুশান্ত সিং রাজপুতের ফরেনসিক রিপোর্ট মুম্বই পুলিশের হাতে আসতে চলেছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তোলপাড় হয়ে যায় সিনে দুনিয়া। বিভিন্ন সময় অভিযোগ ওঠে স্বজনপোষণের। আর তাই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তদন্তের জন্য অভিনেতার পরিচিত অনেকেই জেরা করে পুলিশ। গত সপ্তাহেই তলব করা হয়েছিল সলমান খানের প্রাক্তন ম্যানেজার রেশমা শেট্টিকে।

সলমানের বেশ কিছু ছবি পাইয়ে দেওয়া, বিজ্ঞাপন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এসবে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। এছাড়াও আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফদের ম্যানেজার ছিলেন তিনি। বর্তমানে অক্ষয় কুমারের ম্যানেজার হিসেবে কাজ করেন। রেশমাকে জেরা করার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে মুম্বই পুলিশের হাতে। এর আগে সঞ্জয় লীলা ভনসালী, মুকেশ ছাবড়া, সঞ্জনা সাংঘি, রিয়া চক্রবর্তী-সহ একাধিক জনকে জেরা করা হয়েছে।

ছবিঃ সুশান্ত

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটে আলাদা করে কোনও সিসিটিভি লাগানো ছিল না বলেই জানানো হয়েছে। এছাড়াও ট্যুইটার ইন্ডিয়ার কাছে অভিনেতার ট্যুইটার অ্যাকাউন্টের বিশদও চেয়ে পাঠিয়েছে মুম্বই পুলিশ।

প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা করেছিল অভিনেতা। অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন সুশান্ত। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও সেই কথাই বলা হয়েছিল। কিন্তু সুশান্ত আত্মহত্যা করেছেন তা মানতে নারাজ অনুরাগীরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন