শিরোনাম

প্রচ্ছদ /   মৃত্যুর নয় মাস পরে এসে বড় সুখবর সুশান্ত সিং রাজপুতের

মৃত্যুর নয় মাস পরে এসে বড় সুখবর সুশান্ত সিং রাজপুতের

Avatar

বুধবার, মার্চ ২৪, ২০২১

প্রিন্ট করুন

প্রত্যেকজন সিনেমা নির্মাতার কাছে জাতীয় পুরস্কার একটি স্বপ্ন। সিনেমার আর্টিস্ট থেকে পরিচালক, প্রযোজক সহ গোটা টিমের কাছে এ এক বিশাল বড়ো পাওনা।বাংলা সিনেমা জগতের ইতিহাসে ঋতূপর্ন ঘোষ ছিলেন এমন এখন পরিচালক যার পরিচালনা করা সব কটি ছবিই জাতীয় পুরস্কার পেয়েছে।নাসার প্রাক্তন বিজ্ঞানী,বিখ্যাত পরিচালক বেদব্রত পাইন তার পরিচালিত প্রথম সিনেমা চিটাগং এর জন্য চারটি স্বরনকমল পুরস্কার পেয়েছিলেন।

কিছুদিন আগেই ৩৭ তম জাতীয় পুরস্কারের তালিকা ঘোষনা করা হল।মুলত করোনা অতিমারীর কারনেই গতবছর জাতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান লকডাউনের প্রকোপে পিছিয়ে গিয়েছিল।এই বছর নতুন দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে এই জাতীয় পুরস্কারের তালিকা ঘোষনা করা হল।এই পুরস্কারের তালিকা আবার নতুন করে বলিউড জগতের তরুন অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর ভক্তদের জন্য এক আবেগঘন মুহুর্তের সৃষ্টি করে দিল।মারা যাবার পরেও সুশান্ত সিং রাজপুত বেঁচে রইলেন ৩৭ তম জাতীয় পুরস্কারের তালিকায়।

৩৭ তম জাতীয় পুরস্কারের তালিকায় সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘মারাক্কর অরাবিক্কাদালিন্তে সিমহম’ ছবি টি।সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিছোড়ে’।সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবন নিয়ে তৈরি ‘গুমনামি’।এছাড়াও অ্যাডপটেড চিত্রনাট্য বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে গুমনামি।সেরা তেলেগু ছবির পুরস্কার পেয়েছে ‘জার্সি’ ছবিটি।সেরা তামিল ছবির পুরস্কার পেয়েছে ‘অসুরন’ ছবিটি।অসুরনে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার টি পেয়েছেন ধনুশ।

এছাড়াও কৌশিক গাঙ্গুলি পরিচালিত বাংলা ছবি জ্যেষ্ঠপুত্র পেয়েছে তিন তিনটি জাতীয় পুরস্কার। এই ছবির জন্য পরিচালক নিজেও নিজেও পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার।এই ছবির জন্য সেরা আবহ সঙ্গিতের পুরস্কার পেয়েছেন এই ছবির সঙ্গইত পরিচাল্ক প্রবুদ্ধ ব্যানার্জি।

এছাড়াও মণিকর্ণিকা ও পাঙ্গা ছবি দুটির জন্য কঙ্গনা রানাওয়াত পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।সামাজিক বিষয়ের জন্য সেরা ছবির পুরস্কার পেয়েছে আনন্দি গোপাল।এছাড়াও তাস্খন্দ ফাইলস ছবিটি পেয়েছে দুটি পুরস্কার।সুপার ডিলাক্স ছবির জন্য সেরা সহঅভিনেতার পুরস্কার পেয়েছেন বিজয় সেতুপতি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন