বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। যিনি এখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। তাকে বহুবার বিয়ে করা নিয়ে অনেক প্রশ্ন করেছেন সিনেমা জগৎ থেকে শুরু করে সংবাদ মাধ্যম ও অনুগামীরা, কিন্তু তিনি কিছুই বলেননি। এক কথায় চির কুমার ব্যাচেলর রয়ে গেছেন এখনও ৫৩ বছরের সালমান খান। অনেকে তার সাথে বিবাহ বন্ধনে যোগ হওয়ার ইচ্ছে প্রকাশ করলেও কাউকে স্ত্রী মতে বিয়ে করেননি তিনি। এখনো রয়ে গেছেন চিরকুমার হিসেবে ।
এবার এই জনপ্রিয় অভিনেতাকে বিবাহ করতে চান বছর ২১ এর অভিনেত্রী অনন্যা পান্ডে। একটি সংবাদ সাক্ষাৎকারে, অনন্যা পান্ডে, কার্তিক আরিয়ান ও ভূমি পেরনেকার অভিনীত মুক্তি প্রাপ্ত ছবি ‘পতি পত্নী ওর ওহ’ এর প্রমোশনে আসেন তারা। সেখানে সংবাদ প্রতিনিধির সাথে অভিনেতা ও অভিনেত্রী সিনেমা সংক্রান্ত নানা কথা আলোচনা হয়।
এর পর সংবাদ মাধ্যমের প্রতিনিধি অনন্যাকে বলেন তুমি কাকে নিজের ভবিষ্যৎ স্বামী হিসেবে চাও। সেখানে তার প্রতুত্তরে নায়িকা জানান, তিনি জনপ্রিয় অভিনেতা সালমান খান কে পছন্দ করেন। তাকে স্বামী হিসেবে পেতে চান এমনকি ভালোবাসার মানুষ হিসেবেও পেতে চান।
শক্তিমান অভিনেতা চাঙ্কী পান্ডে কন্যা অনন্যা পান্ডে এই বছর “স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২” এর মাধ্যম দিয়ে বলিউডে ডেবিউ করেন। অন্যদিকে “পতি পত্নী ওর ওহ” এর ছবির শুটিংয়ের পর পরই নায়ক কার্তিক আরিয়ান এর সাথে সইফ কন্যা সারা আলি খানের সাথে সম্পর্কে বিচ্ছেদ হয়।
শোনা যায় অনন্যার সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্কের কারণে নেই নাকি কার্তিক এর সারার থেকে সরে আসেন। বিয়ে নিয়ে অভিনেত্রী ভূমিকে একই কথা জিজ্ঞেস করা হলে তিনি জানান অক্ষয় কুমারকে তিনি মনে প্রাণে চান।
বছর ২১ এর অভিনেত্রী অনন্যা সালমানকে মনে প্রাণে চান। অন্য কাউকে স্বামী হিসেবে মানতে ও নারাজ। যদিও অনেক সময় সালমানকে তার ভবিষ্যত স্ত্রী বা বিবাহ নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি কিছু মন্তব্য করেন না।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন