আজ এক সাহসী হার না মানা মানুষের কথা বলবো, নাম চিনু কালা । মাত্র ১৫ বছর বয়সে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন পরিবারের আর্থিক সমস্যা ও অশান্তি না সহ্য করতে পেরে । সাথে ছিল দুটি জামা ও এক জোড়া জুতো,পকেটে ছিল মাত্র ৩০০ টাকা।
প্রথম জীবনে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তাকে সারাদিন পথে ঘাটে ঘুরে বেড়াতে হয়েছে। একটি আশ্রয়ের সাথে তিনি খুঁজছিলেন একটি কাজ। খুঁজতে খুঁজতে একটি ডর্মিটরিতে তিনি থাকার ব্যবস্থা করে ফেলেন প্রতি রাতে ২০ টাকা ভাড়া ছিল তখনকার দিনে। এর পরে একটি কাজ পান সব বাড়ি ঘুরে ঘুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করার কাজ। সারাদিন ঘুরে ২০ থেকে ৫০ টাকা লাভ হতো তার।
তারপর আরো দিন কেটেছে তিনি এগিয়ে গেছেন আস্তে আস্তে তার সাফল্যের দিকে, প্রথমে ধাক্কা পেলেও প্রায় ১-২ বছরের মধ্যে তিনি সেলসে এতটাই সাফল্য পান তার প্রমোশন হয় কোম্পানি সেলস সুপার ভাইজোর পদে। এর পরে কখনো রেস্তোরায় কাজ করেছেন। এক সময় মডেলিং করেছেন।
এর পরে ২০০৪ সালে তার বিবাহ বন্ধন হয় বেঙ্গালুরুর বাসিন্দা অমিত কালার সাথে। বর্তমানে তাদের একটি মেয়ে রয়েছে। ২০০৮ সালে চিনু কালা মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কিন্তু প্রতিযোগিতার ফাইনালে গিয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি।
এরপরে তিনি আবার মডেলিংয়ে ফিরে আসেন। সাথে ফ্যাশন জুয়েলারিতে কাজ করতে শুরু করেন চিনু। এতো দিনে বেশ আর্থিক দিক থেকে সাবলম্বী উঠেছিলেন।
আসতে আসতে ২০১৪ সালে শুরু করে দেন রুবানস অ্যাকসেসরিজ নামে অনলাইন জুয়েলারি ব্যবসা। বর্তমানে তিনি কোটি টাকার মালিক। অনলাইন ব্যাবসার সাথে বেঙ্গালুরুর ফোরাম মলে তার রুবান অ্যাকসেসরিজের একটি আউটলেট খুলেছেন। মাত্র ৩০০ টাকায় জীবনের একা চলা শুরু করেছিলেন বর্তমানে তার করা কোম্পানির বার্ষিক টার্নওভার প্রায় সাড়ে ৭ কোটি টাকা। তাই চেষ্টা করলে মানুষ কোথায় যেতে পারে তা ছেলে হোক বা মেয়ে। কর্ম সাফল্যের দিশারী।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন