শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ১ম সেশন শেষে সর্বশেষ স্কোর দেখেনিন

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ১ম সেশন শেষে সর্বশেষ স্কোর দেখেনিন

Avatar

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৮, ২০২০

প্রিন্ট করুন

বিসিবি একাদশের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম সেশনটা নিজেদের করে নিল জিম্বাবুয়ে। শরিফুল ইসলাম উইকেট শিকারের সুযোগ তৈরি করলেও, তা আর কাজে দেয়নি। অধিনায়ক আল-আমিন জুনিয়র ক্যাচ হাতছাড়া করার পর সাবধানতায় সেশনের বাকিটা সময় পার করে দিয়েছেন প্রতিপক্ষের দুই ওপেনার।

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিং চেয়ে নেয় জিম্বাবুয়ে। মূলত ব্যাটিং প্রস্তুতি শতভাগ সম্পন্ন করতেই স্বাগতিকদের কাছে এমন আবদার করে বসে সফরকারীরা। এরপর দলীয় ২৫ রানে শরিফুলের বলে ক্যাচ তুলেন প্রিন্স মাসভাউরে। আল-আমিনের ব্যর্থতায় পান জীবন।

এরপর আর ভুল করেননি মাসভাউরে কিংবা কেভিন কাসুজার কেউই। সাবধানতায় শেষ করেন প্রথম সেশনের খেলা। ৫১ রানে অপরাজিত থেকে কাসুজা ও ৪০ রান নিয়ে মাঠ ছাড়েন মাসভাউরে। দ্বিতীয় সেশনে আবারও এখান থেকে ব্যাট করবেন তারা।

প্রথম সেশনে ৫ ওভার বল করেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ২ মেডেনের বিপরীতে এ পেসার খরচ করেছেন ১১ রান। তাছাড়া শরিফুল, সুমন খান ও আমিনুল; ইসলাম বিপ্লব প্রত্যাকেই করেছেন ৭ ওভার করে। তাদের উইকেট শূন্য থাকার ভীড়ে ২ ওভার হাত ঘুরিয়েছেন অধিনায়ক আল-আমিনও। ৭ রান খরচায় উইকেট শূন্য থেকেছেন তিনিও।

প্রথম সেশনে পাঁচ বোলার ব্যবহার করছে বিসিবি একাদশ। যদিও তাতেও লাভের লাভ কিছুই হয়নি। শূন্য হাতেই স্বাগতিকদের ফিরতে হয়েছে মধ্যাহ্ন ভোজের বিরতিতে। প্রথম সেশনে সফরকারীরা স্কোরবোর্ডে যোগ করেছে বিনা উইকেটে ৯৫ রান।

যুব বিশ্বকাপের শিরোপা জেতা বাংলাদেশ দলের ছয় যুবা ক্রিকেটার রয়েছেন প্রস্তুতি ম্যাচের দলে। অধিনায়ক আকবর আলির সাথে বাকি পাঁচ ক্রিকেটার হলেন- পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।

উদীয়মান তারকাদের সাথে দলে রয়েছেন নাইম শেখ, আল-আমিন জুনিয়র, মুকিদুল ইসলামরাও। প্রসঙ্গত, একমাত্র টেস্টের আগে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি। দু’দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ২২-২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দু’দলের মধ্যকার একমাত্র টেস্ট। মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড: সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউর, ক্রিস্টোফার পোফু, ব্রায়ান মুজিঙ্গানিয়ামা, চার্ল মুম্বা, টিনোটেন্ডা মুতোম্বোজি, অ্যাইন্সলে লোভু, ভিক্টর নিয়াউচি, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড টিরিপানো ও চার্ল্টন শুমা।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ: নাইম শেখ, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলি, আল-আমিন জুনিয়র (অধিনায়ক), ফারদিন খান, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন