শিরোনাম

প্রচ্ছদ /   সর্বকালের সেরা টেস্ট একাদশ নির্বাচন শেষে দেখেনিন বাংলাদেশীদের অবস্থান

সর্বকালের সেরা টেস্ট একাদশ নির্বাচন শেষে দেখেনিন বাংলাদেশীদের অবস্থান

Avatar

মঙ্গলবার, ডিসেম্বর ১, ২০২০

প্রিন্ট করুন

ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভ হোয়েটমোর বাছাই করেন সাদা পোশাকে সর্বকালের সেরা টেস্ট একাদশ। যেখানে ভারতের কোনো ক্রিকেটার না থাকলেও রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাবেক অজি ক্রিকেটার ডেভ হোয়েটমোর ক্রিকেট মাঠে ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ না করলেও কোচ হিসেবে বেশ সুনাম রয়েছে তার। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা জিম্বাবুয়ের মত ক্রিকেট খেলুড়ে দেশের হেড কোচ হিসেবে বেশ লম্বা সময় ধরেই দায়িত্ব পালন করেছেন তিনি। ফলে ক্রিকেটকে বেশ কাছ থেকে দেখা ও রন্ধ্রে রন্ধ্রে ক্রিকেটের মিশে যাওয়াটা বেশ স্বাভাবিকই তার জন্য। সাবেক এই অজি ক্রিকেটার বাছাই করেছেন সর্বকালের সেরা টেস্ট একাদশ।

হোয়েটমোরের বাছাই করা সর্বকালের সেরা টেস্ট একাদশে অবশ্য আধিপত্ব দেখা গেছে লঙ্কান ক্রিকেটারদের। শ্রীলঙ্কার ৬ জন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন তার বাছাই করা একাদশে। এছাড়া দুই জন অস্ট্রেলিয়ান, দুইজন পাকিস্তানি এবং একমাত্র বাংলাদেশী হিসেবে এই একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। এছাড়া ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মত দল থেকে এই একাদশে নেই কোনো ক্রিকেটার।

ডেভ হোয়েটমোরের বাছাই করা একাদশে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে সাবেক অজি ক্রিকেটার অ্যালান বোর্ডারকে। এই একাদশে থাকা অন্য অজি ক্রিকেটার হলেন রডনি হগ।  লঙ্কান ক্রিকেটারদের মধ্যে যারা এই একাদশে আছেন তারা হলেন, সনাথ জয়াসুরিয়া, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), অরবিন্দ দি সিলভা, মাহেলা জয়াবর্ধনে, চামিন্দা ভাস এবং মুত্তিয়া মুরলিধরন। এছাড়া পাকিস্তানের দুই ক্রিকেটার হলেন আজাহার আলি এবং পেস বোলার উমর গুল। বাংলাদেশ থেকে একমাত্র অলরাউন্ডার হিসেবে রয়েছেন সাকিব।

এবার এক নজরে দেখে নেয়া যাক ডেভ হোয়েটমোরের বাছাই করা সর্বকালের সেরা টেস্ট একাদশ

সনাথ জয়সুরিয়া, আজাহার আলি, কুমার সাঙ্গাকারা, অরবিন্দ ডি সিলভা, মাহেলা জয়াবর্ধনে, অ্যালান বোর্ডার (অধিনায়ক), সাকিব আল হাসান, চামিন্দা ভাস, রডনি হগ, মুত্তিয়া মুরলিধরন এবং উমর গুল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন