শিরোনাম

প্রচ্ছদ /   নেই নারিন দেখেনিন আগামীকালের ম্যাচে কলকাতার একাদশে জায়গা পাচ্ছে যারা

নেই নারিন দেখেনিন আগামীকালের ম্যাচে কলকাতার একাদশে জায়গা পাচ্ছে যারা

Avatar

শনিবার, এপ্রিল ১০, ২০২১

প্রিন্ট করুন

গতকাল থেকে ভারতে শুরু হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্বের সর্বসেরা ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের মধ্য দিয়ে আইপিএল এর ১৪ তম আসরের সূচনা হয়।এই ম্যাচে দুর্দান্ত লড়াই করে শেষ বল পর্যন্ত ম্যাচ খেলে বিরাট কোহলির দল রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স কে পরাজিত করে। আগের আসরের চ্যাম্পিয়ন দল কোহলিদের কাছে হারের পর মাঠের লড়াইয়ে নামার জন্য অপেক্ষায় রয়েছে টুর্নামেন্টের বাকি ফ্র্যাঞ্চাইজি দলগুলো। এই বাকি দল গুলোর মধ্যে রয়েছে সাকিব আল হাসানের ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্সও।

দীর্ঘ ছয় বছর ধরে টুর্নামেন্ট সেরার শিরোপা না পাওয়ার কারনে সেই অভাব মেটাতে এবার নাইট বাহিনী তাদের দলে যুক্ত করিয়েছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।এর আগে ২০১৪ সালে তারা টুর্নামেন্ট সেরার শিরোপা পেয়েছিল,সেই বছর ও সাকিন তাদের দলে ছিল।শিরোপা জয়ে তার ভুমিকাও ছিল অনবদ্য।সেই কারনে ফ্রাঞ্চাইজি দল টি সাকিবকে যে তাদের তুরুপের তাস হিসেবে দেখছে এটা আগেই প্রকাশ পেয়েছে নাইটদের সহকারী কোচ অথবা টিম ম্যানেজমেন্টের অন্যান্যদের কথার মধ্যে দিয়ে।

আইপিএল এর ১৪ তম আসরে নাইটরা তাদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের দল সানরাইজার্স হায়দ্রাবাদ এর অরেঞ্জ আর্মিদের সাথে।হায়দ্রাবাদে ওয়ার্নার ছাড়াও রয়েছে ইংরেজ তারকা জনি বেয়ারেস্টো, কিউই তারকা কেন উইলিয়ামসন, ভারতের তারকা বোলার ভুবনেশ্বর কুমার,আফগান স্পিনার রশিদ খান সহ অনেক তারকা খেলোয়াড়।তাই তাদের বিরুদ্ধে প্রথম।ম্যাচে ঠিক কেমন স্কোয়াড করতে পারে কলকাতা তা দেখে নেওয়া যাক।

কলকাতা নাইট রাইডার্স দলের একাদশে চার জন বিদেশির মধ্যে অধিনায়ক ইয়ন মরগানের সাথে থাকছেন বিধংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আর যে বাকি দুইজন থাকছেন তাদের মধ্যে সাকিব আল হাসানের নাম বেশ জোরের সাথেই শোনা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সুনীন নারাইনের ফর্মে না থাকার কারনে তার বিকল্প হিসেবে হয়ত তার নাম শোনা যাচ্ছে। এছাড়াও দলটিতে চতুর্থ বিদেশি হিসেবে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফার্গুসন অথবা অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স এর মধ্যে যে কেনে একজনের নাম যুক্ত হতে পারে।

ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে টপ ওর্ডারে শুভমন গিল,রাহুল ত্রিপাঠি,নিতিশ রানা দের দেখা যাবে,এছাড়া দলে স্পিনার হিসাবে হরভজন সিং,কুলদিপ যাদব এর ও দেখা পাওয়া যেতে পারে।

একনজরে নাইটবাহিনীর একাদশ দেখে নেওয়া যাকঃ-

ইয়ন মরগান, শুভম্যান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স/লকি ফার্গুসন, সাকিব আল হাসান, দীনেশ কার্তিক, কমলেশ নাগরকোটি, কুলদিপ যাদব, হরভজন সিং।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন