শিরোনাম

প্রচ্ছদ /   ২০২১ শেষে র‍্যাংকিং এ রাজত্ব টাইগারদের দেখেনিন শীর্ষে আছেন যারা

২০২১ শেষে র‍্যাংকিং এ রাজত্ব টাইগারদের দেখেনিন শীর্ষে আছেন যারা

Avatar

বৃহস্পতিবার, ডিসেম্বর ৩১, ২০২০

প্রিন্ট করুন

মহামারী করোনা জর্জরিত একটি বছর শেষ করেছে ক্রিকেটবিশ্ব। বছরের শুরুর দিকে হাতে গোনা কয়েকটা সিরিজ খেলার পর থেকেই শুরু হয় করোনার প্রকোপ। এর ফলে ক্রিকেট বন্ধ ছিল দীর্ঘ সময়।

এই দুঃসময় পার করে ক্রিকেট অবশ্য ফিরেছে বেশ আগেই। ২০২০ সালের ক্যালেন্ডার শেষ হবার পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে ব্যাট সবার উপরে রয়েছেন মুশফিকুর রহিম। বল হাতে বাংলাদেশীদের মধ্যে সবার উপরে রয়ছেন সাকিব আল হাসান।

সাদা পোশাকের ফরম্যাটে ব্যাট হাতে মুশফিকুর রহিমের অবস্থান রয়েছে ১৬ নম্বরে। ৬৫৪ পয়েন্ট নিয়ে এই অবস্থানে উঠে এসেছেন মিস্টার ডিপেন্ডেবল। আগের র‍্যাংকিংয়ে মুশফিকের অবস্থান ছিল ১৯ নম্বরে। তবে বছর শেষে মুশফিকের উন্নতি তিন ধাপ।

অন্যদিকে মুশফিকের পর অন্যান্য বাংলাদেশি ব্যাটসম্যানদের অবস্থান বেশ পিছিয়ে রয়েছে। র‍্যাংকিংয়ে মুশির পর ৩১ নম্বরে রয়েছেন তামিম ইকবাল। বাঁহাতি এই ব্যাটসম্যানের নামের পাশে রয়েছে ৫৫৭ রেটিং পয়েন্ট। ৫৭৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশীদের মধ্যে তৃতীয় ও র‍্যাংকিংয়ে সাকিবের অবস্থান ৩৫ নম্বরে। সাকিবের অবস্থান আগে ছিল ৩৯ নম্বরে।

এছাড়া অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে মুমিনুল ৪৬, মাহমুদউল্লাহ রিয়াদ ৫৫, লিটন কুমার দাস ৭০, সৌম্য সরকার ৭৮ এবং ইমরুল কায়েস অবস্থান করছেন ৯৭ নম্বরে।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বছরটি কাটিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট না খেলেই। ফলে টেস্ট ফরম্যাটে বল হাতে কিছুটা পিছিয়ে রয়েছেন সাকিব। বাংলাদেশের বোলারদের মধ্যে প্রথম এবং টেস্ট র‍্যাংকিংয়ে সাকিব আল হাসানের অবস্থান ২১ নম্বরে। ৬৩৭ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব এই অবস্থানে রয়েছেন।

এছাড়া দেশের বাকি বোলারদের অবস্থান আরও পিছিয়ে। র‍্যাংকিংয়ের ২৬ নম্বরে রয়েছেন তাইজুল ইসলাম। এই স্পিনারের নামের পাশে রয়েছে ৫৮৫ পয়েন্ট। মেহেদির হাসান মিরাজ আছেন এর পরের অবস্থানেই। ২৭ নম্বরে থাকা মিরাজের রেটিং পয়েন্ট হচ্ছে ৫৭০। এছাড়া বাংলাদেশী অন্যান্য বোলারদের মধ্যে নাইম হাসান ৩৮ এবং পেসার আবু জায়েদ রাহি রয়েছেন ৪৪ নম্বর অবস্থানে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন