শিরোনাম

প্রচ্ছদ /   সিরিজ শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজকে সতর্ক করে যা বললেন অধিনায়ক মুমিনুল

সিরিজ শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজকে সতর্ক করে যা বললেন অধিনায়ক মুমিনুল

Avatar

বৃহস্পতিবার, ডিসেম্বর ৩১, ২০২০

প্রিন্ট করুন

করোনার জন্য ক্রিকেট বন্ধ ছিল অনেকদিন। প্রায় সব দলই ক্রিকেট সিরিজ পেলেও বাংলাদেশ কোন সিরিজ পায়নি ২০২০ সালে। অবশেষে জানুয়ারি মাসেই সিরিজ পাচ্ছে বাংলাদেশ, তাও নিজেদের ঘরের মাঠে যার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। তারা আসবে বাংলাদেশে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলার জন্য।

তবে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ হলেও তারা আসছে না পূর্ণ শক্তির দল নিয়ে। করোনার জন্য নিয়মিত দলের অধিনায়ক জেসন হোল্ডার, কিরন পোলার্ড, শিমরন হিটমায়ার, ব্রাভো সহ ১০ সদস্য এড়িয়ে গেছে এবারের সিরিজ। যদিও তারা অনেকেই ব্যস্ত আছে বাইরের লীগ গুলো খেলা নিয়ে। তাই বলা যায় করোনার ব্যাপার টা ইস্যু ছাড়া আর কিছুই না। যার ফলে তারা পাচ্ছে না দলের মূল ক্রিকেট কিংবা এখানে নেই কোন তেমন সিনিয়র ক্রিকেটার। যার ফলে এই সিরিজে অভিষেক হতে যাচ্ছে অনেক ক্রিকেটারের।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় সারির দল পাঠানোর ফলে সিরিজে কাগজে কলমে বাংলাদেশকে এগিয়ে রাখছে সবাই। মুমিনুল মনে করিয়ে দিলেন পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ আসলেও বাংলাদেশের তাদের হারানোর সামর্থ্য আছে। ২০১৮ সালে বাংলাদেশ সফর করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগাররা জিতেছিল ২-০ ব্যবধানে।

মুমিনুল বলেন,

“একটা কথা বলবো, আগেও ওদের পূর্ণশক্তির দল এসেছিল। আমাদের কাছে হেরে গিয়েছে। ওরা কি দল পাঠাচ্ছে এটা নিয়ে আমরা ভাবছি না। আমরা অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলব, সেটা আমাদের জন্য রোমাঞ্চকর। আমরা নিজেদের সেরাটা খেলতে শতভাগ চেষ্টা করব।”

একই সূর নির্বাচক হাবিবুল বাসারের কণ্ঠেও, তবে ভিন্ন ভাবে। তিনি বলেন , ওয়েস্ট ইন্ডিজের দল কেমন হল তা নিয়ে মোটেও ভাবনা নেই। বিডিক্রিকটাইমকে তিনি বলেন, ‘কোনো মন্তব্য নেই। নো কমেন্টস। ওরা আসলে কোন দল বানালো আমাদের এটা দেখার কিছু নেই। ওরা যেই দল পাঠাবে সেই দলের সাথেই সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের লক্ষ্য তো একটাই (পয়েন্ট অর্জন)। ওরা কাকে পাঠাচ্ছে না পাঠাচ্ছে আমাদের দেখার বিষয় না।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন