শিরোনাম

প্রচ্ছদ /   সাকিবের বিশ্বসেরা বোলিং রেকর্ডে জয় পেয়ে শীর্ষ স্থানে ফিরল জেমকন খুলনা

সাকিবের বিশ্বসেরা বোলিং রেকর্ডে জয় পেয়ে শীর্ষ স্থানে ফিরল জেমকন খুলনা

Avatar

সোমবার, নভেম্বর ৩০, ২০২০

প্রিন্ট করুন

অবশেষে আবার জয়ের দেখা পেয়েছে জেমকন খুলনা। বেক্সিমকো ঢাকা কে হারিয়েছে ৩৭ রানে।এ নিয়ে ৩ ম্যাচের সব কয়টিতেই হারলো মুশফিকের বেক্সিমকো ঢাকা। ৪ ম্যাচে ২ জয় ও ২ হার মাহমুদুল্লাহর খুলনার।

প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বেক্সিমকো ঢাকা। ব্যাটিং নেমে আজকে পজিশনে পরিবর্তন আনেন সাকিব আল হাসান। ওপেনিং করতে নামেন তিনি। আগের ৩ ম্যাচের ভাগ্য পরিবর্তনের জন্যই হয়ত আগে নামেন তিনি। জায়গা পরিবর্তন করলেও ভাগ্য পরিবর্তন হয়নি তার। প্রথমে এনামুল হক ৮ বলে ৫ রান করে বিদায় নেয়ার পরের ওভারে সাকিব বিদায় নেয় ৯ বলে ১১ রান করে রুবেল হোসেনের বলে।

৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পরে জেমকন খুলনা। সেখান থেকে কায়েস কে নিয়ে জুটি গড়েন অধিনায়ক মাহমুদুল্লাহ। পার্টনারশিপ গড়লেও সেখানে রান আসে ওয়ানডে মেজাজে।

কায়েস করে ২৭ বলে ২৯ রান। ও অধিনায়ক মাহমুদুল্লাহ করে ৪৭ বলে ৪৫ রান। এক সময় ১৩০ রানে আটকে যাবে মনে হলেও আরিফুলের ১১ বলে ১৯ ও শুভগত হোমের ৫ বলে ১৫ রানে ৮ উইকেটে ১৪৬ রান করে খুলনা। ৪ ওভারে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুবেল ২৮ রান দিয়ে।

১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বেক্সিমকো ঢাকারও। প্রথম ওভারেই তানজিফ ফেরত যায় ৪ রান করে। সাকিবের বলে ফেরত যায় নাঈম ও। এরপর রবিউল রাব্বি আউট হলে ১৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পরে ঢাকা। এরপর মুশফিক ও ইয়াসির ৫৭ রানের পার্টনারশিপ গড়েন।

চাপ সামাল দিলেও ইয়াসির করে ২৯ বলে ২১ রান যাতে উল্টো বিপদে পরে ঢাকা। এরপর আকবর ৪ রান করে আর মুশফিক ৩৫ বলে ৩৭ করে বিদায় নিলে ম্যাচ শেষ হয়ে যায় ঢাকার জন্য। শেষ পর্যন্ত আর কেউ লড়াই করতে না পারলে রানের বিশাল জয় পায় খুলনা।৪ ওভার বোলিং করে ২ মেডেন সহ মাত্র ৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছে সাকিব আল হাসান।এছাড়া ৩ টি করে উইকেট নিয়েছে শহিদুল ইসলাম ও শুভাগত।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন