শিরোনাম

প্রচ্ছদ /   আজকের ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেলেন যে টাইগার

আজকের ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেলেন যে টাইগার

Avatar

শুক্রবার, জুলাই ২০, ২০১৮

প্রিন্ট করুন

ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলরস একাদশকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশে।২২৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভাল সুচনা এনে দিয়েছেন দুই ওপেনার লিটন দাস এবং এনামুল হক। লিটন দাসের ব্যাটে রান আসলেও এইদিন ব্যর্থ হয়েছেন এনামুল হক। ০ রানে লেগ-বিফোরের ফাঁদে পা দিয়ে আউট হয়েছেন তিনি। এরপর ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত খেলেন শান্ত। তার ব্যাট থেকে আসে ৪৩ রান। শান্ত, মাহমুদউল্লাহ ও সাব্বিরের দ্রূত আউটে বিপদে পড়ে যায় বাংলাদেশ।

কিন্তু এই ম্যাচে একাই সামাল ‍দিয়েছেন উইকেটরক্ষক ব্যটসম্যান মুশফিকুর রহিম। তার দুর্দান্ত ফিফটিতে চার উইকেট হাতে রেখেই ২২৮ রানের লক্ষে পৌছে যায় বাংলাদেশ। তিনি ৭৫ রানে অপরাজিত থাকেন। মুশফিক ছাড়াও ৭০ রানের অসাধারণ ইনিংস খেলেন লিটন কুমার দাস। বোলিংয়ে চার উইকেট শিকার করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।উইন্ডিজের সাথে ম্যাচ জয়ের নায়ক মুশফিককে দেয়া হয়েছে ম্যাচ সেরা পুরস্কার। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন