শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজঃ দেখেনিন শক্তিমত্তা বিচারে কারা এগিয়ে

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজঃ দেখেনিন শক্তিমত্তা বিচারে কারা এগিয়ে

Avatar

বৃহস্পতিবার, ডিসেম্বর ৩১, ২০২০

প্রিন্ট করুন

করোনা কাটিয়ে বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে দুই দলের এই দ্বৈরথ। বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে টেস্ট এবং ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। দলটির সিনিয়র কোনো ক্রিকেটার বাংলাদেশে আসতে না চাইলে তরুণ ক্রিকেটারদের উপরেই ভরসা করতে হয়েছে দেশটির ক্রিকেট বোর্ডকে।

উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২০ জানুয়ারি মাঠে নামার কথা রয়েছে টাইগারদের। স্বভাবতই প্রশ্ন আসে, দুই দলের মধ্যে শক্তিশালী কারা? পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায় দুই দলের মধ্যকার সর্বশেষ ৫টি ওয়ানডে ম্যাচের সবগুলোতেই জয় লাভ করেছে বাংলাদেশ দল।

২০১৮ সালে বাংলাদেশ সফরে এসেছিল ক্যারিবিয়ানরা। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরেছিল। তবে সিরিজ নির্ধারনী ম্যাচে ঠিকই জয়ের হাসি হেসেছে টাইগাররা।

এরপর ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং উইন্ডিজ। সেই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল তিনবার মুখোমুখি হয়েছিল ক্যারিবিয়ানদের। তবে কোনো ম্যাচেই টাইগারদের বিপক্ষে জয়ের দেখা পায়নি তারা। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ক্যারিবিয়ানদের হারিয়ে প্রথম কোনো ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতেছিল বাংলাদেশ দল।

অন্যদিকে এই সিরিজের পর বিশ্বকাপের মঞ্চেও প্রতিপক্ষ হিসেবে উইন্ডিজকে পেয়েছিল বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করতে নামা উইন্ডিজ দল এদিন ৩২২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশের সামনে। তবে এই লক্ষ্যকে মামুলি বানিয়ে সাকিব আল হাসানের ১২৪ রানের উপর ভর করে ৭ উইকেটে ম্যাচটি জিতেছিল বাংলাদেশ দল।

সর্বশেষ পাঁচ দেখার মধ্যে ক্যারিবিয়ানরা সবগুলো ম্যাচেই পূর্ণ শক্তির দল নিয়ে মুখোমুখি হয়েছিল বাংলাদেশের। কিন্তু আসন্ন সিরিজকে কেন্দ্র করে তারা যে দল ঘোষণা করেছে সেই দলটি যে আগের তুলনায় ঢের পিছিয়ে তা আর বলার অপেক্ষা রাখে না। অনিশ্চয়তার গৌরবময় এই খেলার ফলাফল শেষ পর্যন্ত কাদের দিকে যায় সেটা দেখা যাবে মাঠেই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন