শিরোনাম

প্রচ্ছদ /   হাড্ডাহাড্ডী লড়াইয়ের ম্যাচে আগামীকাল যে একাদশ নিয়ে মাঠে নামছে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম

হাড্ডাহাড্ডী লড়াইয়ের ম্যাচে আগামীকাল যে একাদশ নিয়ে মাঠে নামছে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম

Avatar

রবিবার, নভেম্বর ২৯, ২০২০

প্রিন্ট করুন

টুর্নামেন্টে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল ছিল জেমকন খুলনা ও বেক্সিমকো ঢাকা। তবে কাগজে কলমের হিসাব এখন শেষ, এখন পুরো হিসাব মাঠে। মাঠের হিসাবে এই ২ দল এখন তলানিতেই! বেক্সিমকো ঢাকা তো কোন জয়ই পায়নি। অন্যদিকে জেমকন খুলনা প্রথম ম্যাচে জিতলেও হেরেছে পর পর ২ ম্যাচে। নিজেদের শেষ ম্যাচে তো লজ্জাজনক পরাজয়ই পেয়েছে তারা গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে। নিজেদের শেষ ম্যাচে তামিমের ব্যাটে নিজেদের প্রথম জয় পেয়েছে ফরচুন বরিশালও।

এখন পর্যন্ত এই টুর্নামেন্টে রানের দিক থেকে ভালো অবস্থানে আছে জাতীয় দলের ৩ জন ওপেনার লিটন দাস, তামিম ইকবাল ও সৌম্য সরকার। কালকে মুখোমুখি হচ্ছে তামিমের ফরচুন বরিশাল বনাম লিটন ও সৌম্যের গাজী গ্রুপ চট্টগ্রাম। ২ ম্যাচেই জয় পেয়েছে চট্টগ্রাম।তাই বলাই যায় কালকে একটি হাইভোল্টেজ ম্যাচ দেখা যাবে ২ দলের মধ্যে।

চলুন দেখে নেই যেমন হতে পারে ২ দলের একাদশ:-

২ দলের একাদশে পরিবর্তন আসার সম্ভবনা নেই বললেই চলে। বিশেষ করে গাজী গ্রুপ চট্টগ্রামে কোন পরিবর্তন আসবে না। তারা পরিবর্তন করবে না তাদের উইনিং কম্বিনেশন। বরিশালেও আসবে না পরিবর্তন তবে ওপেনার হিসেবে তামিমের সাথে হয়ত থাকতে পারে আফিফ হোসেন।

বরিশালে সম্ভাব একাদশ: মেহিদী হাসান মিরাজ, তামিম ইকবাল (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু জায়েদ, সুমন খান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি।

চট্টগ্রামে সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মমিনুল হক, শামসুর রহমান, মোঃ মিঠুন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আগামীকাল দুপুর ১.৩০ টায় মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও গাজী গ্রুপ চট্টগ্রাম। ম্যাচ টি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস থেকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন