শিরোনাম

প্রচ্ছদ /   এক ম্যাচে ৫ উইকেট নতুন রেকর্ড বুকে সাইফুদ্দিন দেখেনিন সর্বশেষ স্কোর

এক ম্যাচে ৫ উইকেট নতুন রেকর্ড বুকে সাইফুদ্দিন দেখেনিন সর্বশেষ স্কোর

Avatar

বুধবার, অক্টোবর ২১, ২০২০

প্রিন্ট করুন

বিসিবি প্রেসিডেন্টস কাপে নতুন এক রেকর্ডের জন্ম দিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তামিক একাদশের জার্সিতে নাজমুল একাদশের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং করে একাই ধসিয়ে দেন নাজমুল একাদশের ব্যাটিং অর্ডার। বল হাতে একটি মেডেন সহ ৫ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে এক ম্যাচে সর্বাধিক উইকেট শিকারি বনে গেছেন এই ডানহাতি অলরাউন্ডার।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এদিন ফাইনালের দৌড়ে নিজেদের সামিল করতে মাঠে নামে তামিম একাদশ এবং নাজমুল হোসেন শান্ত একাদশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেন নি নাজমুল একদশের ব্যাটসম্যানরা। দলীয় ৯ রানেই সৌম্য সরকারকে সাজঘরে ফেরত পাঠান মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর থিতু হতে পারেন নি পারভেজ ইমনও। এই দুইজনের বিদায়ে দল চাপে পড়লে সেখান থেকে দায়িত্ব নিয়ে ব্যাট চালাতে থাকেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ব্যাট হাতে ব্যর্থ হয়ে নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ৫ রানে ফেরত যাবার পর ৭৫ বলে ৫১ রান করা মুশফিককে প্যাভিলয়নে ফেরত পাঠানোর দায়িত্বটা আবারও নেন সেই সাইফউদ্দিনই। এসময় অবশ্য দলের হাল ধরার চেষ্টা করেন আফিফ হোসেন ধ্রুব। তবে মেহেদি হাসানের বলে বোল্ড হয়ে তিনি ফিরে যান ব্যক্তিগত ৪০ রানেই।

এরপর আবারও আঘাত হানেন সাইফউদ্দিন। তৌহিদ হৃদয়কে বোল্ড করে ইনিংসে নিজের তৃতীয় উইকেট নেন সাইফউদ্দিন। রুদ্রমূর্তি রূপ নিয়ে এদিন একের পর এক উইকেট নিতে থাকেন এই অলরাউন্ডার। শেষের দিকে রিশাদ আহমেদ এবং আলামিন হোসেনকে ফিরিয়ে টুর্নামেন্টের সেরা স্পেলটা নিজের দখলে নেন এই ডানহাতি।

৩৯.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে নাজমুল একাদশ এদিন সংগ্রহ করেছে ১৬৫ রান।

বল হাতে সাইফউদ্দিন ৮.৩ ওভার করে একটি মেডেন সহ মাত্র ২৬ রান খরচায় ৫ উইকেট নেন। এছাড়া মুস্তাফিজুর রহমান ৩৬ রানে ৩টি এবং মেহেদি হাসান ৩৪ রানের বিনিময়ে নেন ২টি করে উইকেট।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন