শিরোনাম

প্রচ্ছদ /   বিগত ৮ বছর পরে সবথেকে বড় দুঃসংবাদ পেলেন সাকিব

বিগত ৮ বছর পরে সবথেকে বড় দুঃসংবাদ পেলেন সাকিব

Avatar

রবিবার, সেপ্টেম্বর ৩০, ২০১৮

প্রিন্ট করুন

এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সে পুরস্কার পেলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠেছেন আফগান লেগ স্পিনার। ২০ বছর বয়সি রশিদ খান প্রথমবারের মতো ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠলেন। শীর্ষে উঠতে রশিদ খান পিছনে ফেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসানকে।

এশিয়া কাপে পাঁচ ম্যাচে ১০ উইকেট পেয়েছেন রশিদ। ব্যাট হাতে ৪৩.৫০ গড়ে রান করেছেন ৮৭। তার পারফরম্যান্সে আফগানিস্তানও উড়ছিল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশকে হারায় তারা। এরপর পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করে হারে আফগানিস্তান। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করে নিজেদের সেরা সাফল্য পায় আফগানিস্তান।

দলের সাফল্যে দারুণ অবদান রাখায় ডানহাতি এ লেগ স্পিন অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়েছেন। ৬৭ রেটিং পয়েন্ট যোগ হয়েছে তার। ৩৫৩ পয়েন্ট নিয়ে রশিদ রয়েছেন শীর্ষে। ৩৪১ পয়েন্ট নিয়ে সাকিব রয়েছে দুইয়ে। এছাড়া এক ধাপ উন্নতি হয়েছে মোহাম্মদ নবীর। ১৩৪ রান ও ৫ উইকেট নিয়ে সেরা অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন মোহাম্মদ নবী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন