পারিপার্শ্বিক সমাজে আজকের দিনেও মেয়েদের কে বোঝা ভাবা হয়।কোনো মেয়ের শারীরিক দিকে কোনো খামতি থাকলে তো আর কোনও কথা নেই,ছোটোবেলা থেকেই তাকে নানারকম ভয়ংকর পরিমান বঞ্চনা সহ্য করতে হয়।
এসব ঘটনা প্রায় সকলেরই জানা।সমাজের সমস্ত রকম বঞ্চনার মধ্যেই বহু মহিলা নিজেদের কে প্রতিষ্ঠিত করে সমাজের বুকে এক অনন্য নজির সৃষ্টি করেছেন।সমস্ত প্রতিকুলতাকে জয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যে সকল মহিলা,আজকের প্রতিবেদনের আরতি ডোগরাও তাদের মধ্যে একজন।
উত্তরাখন্ডের দেরাদুনের বাসিন্দা আরতি ডোগরার বাবার নাম রাজেন্দ্র ডোগরা, যিনি পেশায় সেনাবাহিনীর একজন অফিসার ও মায়ের নাম কুমকুম ডোগরা,যিনি পেশায় একজন স্কুল শিক্ষিকা। আরতি সমাজে বঞ্চনার শিকার হয় তার উচ্চতার জন্য।জানা গিয়েছে ওনার উচ্চতা মাত্র তিন ফুট ছয় ইঞ্চি।
আরতির বাবা ও মা জানিয়েছেন তাদের মেয়ের জন্মানের সময়েই ডাক্তাররা তাদের জানিয়ে দিয়েছিলেন যে, সে সমাজের অন্যান্য বাচ্চাদের সাথে সাধারণ ভাবে বিদ্যালয়ে পড়াশুনা চালাতে পারবে না। এরপরও আরতির বাবা মা সামাজিক বঞ্চনার কথা না ভেবে আরতিকে সাধারনদের সাথে একই স্কুলে ভর্তি করেন এবং তাকে যথোপযোগী সুশিক্ষা দেওয়ার চেষ্টা করেন।
আরতি ডোগরা দেরাদুনের বেলহাম গার্লস স্কুলে পড়াশোনার জন্য ভর্তি হন।সেখানে নিজের পড়াশোনা শেষ করে তিনি দিল্লী বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রীরাম কলেজ এ ভর্তি হন। এরপর কলেজ থেকে ইকোনমিক্স নিয়ে তিনি তার গ্রাজুয়েশন সম্পন্ন করেন। আরতি এরপর UPSC Indian Administrative Service এর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন এবং বর্তমানে তিনি রাজস্থান ক্যাডারের IAS অফিসার পদে রয়েছেন।
শারীরিক দিক থেকে ছোটোবেলায় কিছু সামাজিক সমস্যার সম্মুখীন হলেও নিজের চেষ্টার ফলে তিনি আজ সমাজের সমালোচক দের মুখ বধির করে দিয়েছেন তার যোগ্যতার মাধ্যমে।এক সাক্ষ্যাৎকারে আরতি দেবী জানান,তিনি প্রতিজ্ঞা করেছেন,”যেই বঞ্চনা ছোট বেলায় আমি সহ্য করেছি সেই বঞ্চনার শিকার কাউকে হতে দেব না”। আরতি দেবী তার সমাজের পরোয়া না করে নিজের যোগ্যতায় এখন মহিলা IAS আধিকারিকদের রোল মডেল হয়ে উঠেছেন। এমনকি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর ও খুব প্রিয় একজন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন